কিছুদিন আগেই নর্থবেঙ্গল থেকে ছবি শেয়ার করেছিলেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। তবে শুধু জঙ্গল আর হাতির ছবিই দিয়েছিলেন তিনি! তাই রাজের সাথে শুভশ্রী আর ইউভান গেছে কিনা, তা সঠিক বুঝতে পারেননি অনুরাগীরা। এবার বউ-ছেলের ভিডিয়ো দিলেন রাজ।
নর্থবঙ্গলের হোটেলেই তোলা হয়েছে এই ভিডিয়ো। মা-ছেলে বেশ সময় কাটাচ্ছে একসাথে। ঠান্ডাও কাবু করতে পারেনি ইউভানকে। বেশ জমিয়ে দুষ্টুমি করছে সে মায়ের সাথেই। মায়ের হাত ধরে সিড়ি বেয়ে উঠছে, মায়ের কোলে চেপে দূরের মেঘ, পাইন বন দেখছে। আবার কাঁচের এপাশ থেকে ওপাশে থাকা শুভশ্রীকে ‘কিসি’ও দিচ্ছে।
‘টু কিউটিপাই’ ক্যাপশনে এই ভিডিয়ো শেয়ার করেছেন রাজ। নীল রঙের ব্যাগি সোয়েটশার্ট আর জিন্স পরেছে শুভশ্রী। আর ইউভানের মাথায় গ্রে কালারের টুপি। গায়ে গ্রে আ নীলের কম্বিনেশনে সোয়েট শার্ট। পায়ে পরেছে স্নিকার্স।
সেপ্টেম্বরেই এক বছরে পা দিয়েছে ইউভান। এরমধ্যে সে ঘুরে নিয়েছে পুরী, মলদ্বীপ আর নর্থবেঙ্গল। ছেলের একবছর হওয়ার দিনকয়েক আগে পুরী যান রাজ-শুভশ্রী। তারপর ছেলের জন্মদিনের পর বন্ধুদের সাথে মলদ্বীপ। সেখান থেকে বিকিনিতে সবাইকে চমকে দিয়েছিলেন নতুন মা।
এরমধ্যে অবশ্য পায়ে হালকা চোট পেয়েছিলেন অভিনেত্রী। যদিও এখন তিনি পুরো সুস্থ। তাই তো বেরিয়ে পড়েছেন আবার ছুটি কাটাতে পরিবারের সাথে।