বাংলা নিউজ > বায়োস্কোপ > Subhashree-Raj: রাজস্থানের রাজকীয় ফোর্টে থাকছেন রাজ-শুভশ্রী, এক রাতের ভাড়া জানলে অবাক হবেন

Subhashree-Raj: রাজস্থানের রাজকীয় ফোর্টে থাকছেন রাজ-শুভশ্রী, এক রাতের ভাড়া জানলে অবাক হবেন

রাজস্থানের রাজকীয় হোটেলে থাকছেন রাজ আর শুভশ্রী। 

জয়পুরের ৫০০ বছরের পুরনো ফোর্টকেই থাকার জন্য বেছে নিয়েছেন তারকা জুটি ‘রাজশ্রী’।

আপাতত রাজস্থান ট্যুরে গিয়েছেন রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সাথে আছে দেড় বছরের খুদে ইউভানও। রবিবার আজমেঢ় শরিফ দরগায় পুজো দেওয়ার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেলেন রাজ-শুভশ্রী দু'জনেই। আর সোমবার সকালে রাজ শেয়ার করলেন আপাতত কোথায় আছেন তার এক ঝলক।

জয়পুরের এক বিলাসবহুল ফোর্ট-রিসর্টেই উঠেছেন রাজ-শুভশ্রী, নিমরানা ফোর্ট প্যালেস (Neemrana Fort-Palace)। রাজকীয় মেজাজে সেখানেই থাকছেন। ৫০০ বছরের পুরনো একটি ফোর্টকে বানানো হয়েছে রিসর্ট। গোটা হোটেলটা ঘুরে দেখতেই আপনার একদিন লেগে যাবে! ইতিহাসের হাতছানি পাবেন এখানে পরতে পরতে।

তবে ইতিহাসের রাজকীয় ছাপ যেমন আছে, তেমনই ভাড়াও অনেক। হোটেলের এক-একটি ঘরের এক-একটি নাম, সূর্য মহল, গগণ মহল, বাগ মহল, খাজানা মহল। এখানে এক রাত থাকার জন্য কমপক্ষে আপনাকে দিতে হবে ১৩ হাজার টাকা। রাতপ্রতি ২৫ হাজারের ঘরও আছে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই ইউানের ফেজ টুপি মাথায় ছবি একাধিক বিতর্কের জন্ম দিয়েছে। দরগায় রাজ-শুভশ্রী ভ্রমণ খুব একটা ভালো মনে নেননি অনুরাগীরা। তাই তো কটাক্ষ করার সুযোগও ছাড়েননি সোশ্যাল মিডিয়ার মানুষজন।

হোটেলের ছবি শেয়ার করার সাথে সাথে শুভশ্রীর সাথে তোলা তিনটি সেলফিও পোস্ট করতে দেখা গিয়েছে পরিচালক-প্রযোজক-বিধায়ককে। নীল পোশাক-লাল স্লিপারে একটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী। যতই বিতর্ক হোক, ভ্যাকেশনের মজা চেটেপুটে নিচ্ছেন এই তারকা জুটি।

বন্ধ করুন