ক্রিসমাসে ভালোবাসার উষ্ণতা ছড়ালেন রাজ-শুভশ্রী জুটি। ক্রিসমাসের প্রস্তুতি গত দুদিন ধরেই নিচ্ছিলেন টলিগঞ্জের এই চর্চিত জুটি। ক্রিসমাসের দিন রাজ-শুভশ্রীর ভালোবাসার নীড় সেজে উঠেছিল আলোর রোশনাইতে।
এমনিতে দুজনেই ভীষণ ব্যস্ত। ধর্মযুদ্ধের পোস্ট প্রোডাকশন তো রয়েইছে, পাশাপাশি নতুন বছরেই শুরু হচ্ছে পরিচালক-নায়িকা জুটির পরবর্তী ছবি 'হাবজি-গাবজি'র শ্যুটিং। তবে ব্যস্ত শেডিউলের ফাঁকেও উত্সবের দিনগুলো সেলিব্রেট করার কোনও সুযোগ হাতছাড়া করেন না ‘রাজশ্রী’।
বড়দিনেও তাই চলল বড়-সেলিব্রেশন। ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ সবই হাজির ছিল রাজ, শুভশ্রীর ক্রিসমাস সেলিব্রেশনে। সান্তাকে সাক্ষী রেখে-রোম্যান্টিক পোজও দিলেন এই জুটি।
এদিন শুভশ্রীর দেখা মিলল ডেনিম এবং গোলাপি ক্রপ টপে। মাথায় সান্তা টুপি পরেও ছবি তুলেছেন শুভশ্রী। রাজ পরেছিলেন ডেনিম এবং কালো সোয়েট টি-শার্ট। রাজ-শুভশ্রীর ভালোবাসায় মাখা এই ছবি গুলোহ 'কপল গোলস' দেবে গুনে গুনে।

রাজ শুভশ্রীর ক্রিসমাস সেলিব্রেশনকে আরও স্পেশ্যাল করে দিতে হাজির ছিল খুদে সান্তা। এদিন তাঁদের বান্ধবীর মেয়ে রুদ্রপ্রিয়া হাজির হয়েছিল রাজ-শুভশ্রীর আরবানার অ্যাপার্টমেন্টে। সেখানেই এই খুদে সান্তার সঙ্গে বেশ কিছু মিষ্টি মুহুর্ত ভাগ করে নিলেন শুভশ্রী।
বিয়ের পর এটা ছিল রাজ-শুভশ্রীর দ্বিতীয় ক্রিসমাস সেলিব্রেশন। যিশুর জন্মদিন দিনটা ভালবাসার মানুষদের সঙ্গেই কাটালেন এই জুটি।