রাজকুমার হিরানির ফিল্ম ডাঙ্কি বক্স অফিসে ভালোই ব্যবসা করছে। শাহরুখ খান অভিনীত এই ছবিটি এখন পর্যন্ত ভারতে ১৭০ কোটির কাছাকাছি আয় করেছে। খুব জলদি হয়তো ঢুকে যাবে ২০০ কোটির ঘরেও। আর এরই মাঝে রাজকুমার হিরানি দিলেন একটি সুখবর। বিশেষ করে মুন্নাভাই এমবিবিএস এবং লাগে রহো মুন্নাভাই ছবি পছন্দ হয়েছে যে দর্শকদের, তাঁদের জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মুন্না ভাই-এর সিক্যুয়াল (মুন্নাভাই ৩) নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন, যার কারণে ভক্তদের উত্তেজনা সপ্তম আকাশে পৌঁছেছে।
এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি ‘মুন্না ভাই ৩’ সম্পর্কে বড় ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘মুন্না ভাইয়ের শেষ দুটি ছবি এতটাই ভালো হয়েছে যে, আমার কাছে এখনও পাঁচটি অর্ধ-লিখিত স্ক্রিপ্ট পড়ে আছে। আমার মনে হয়, ওই দুটি ছবির লেভেলে পৌঁছাতে না পারলে তৃতীয়টি আর করতে পারব না। আমার কাছে একটি গল্প আছে, যা নিয়ে এখনও সিনেমা বানানো যায়। কিন্তু কিছু গল্প পুরনো হয়ে গিয়েছে। কী হয় তা সময়ই বলে দেবে।’
‘আমি প্রায়ই সঞ্জুর (সঞ্জয় দত্ত) সঙ্গে এই নিয়ে কথা বলি। ও তো সবসময় বলে, তৃতীয় ছবি তৈরি করাই উচিত। ডাঙ্কির গল্প শেষ, আমি এখন পুরনো গল্পের বাক্স খুলব। মনে হচ্ছে আরও একটা মুন্না ভাই বানাবো, কিন্তু কবে সেটা হবে তা ঠিক জানি না।’, আরও বলেন সঞ্জয়।
প্রসঙ্গত, মুন্না ভাই এমবিবিএস মুক্তি পেয়েছিল ২০০৩ সালে এবং লেগে রহো মুন্না ভাই, ঠিক তার ৩ বছর পর অর্থাৎ ২০০৬ সালে এসেছিলেন। দুটি ছবিই ভক্তদের হৃদয়ে গভীর ছাপ রেখে যায়। এখন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সিরিজের তৃতীয় পার্টের জন্য। তবে কবে থেকে মুন্নাভাই ৩-এর শুটিং শুরু হবে বা ছবিটি নির্মিত আদৌ হবে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা তুঙ্গে।
থ্রি ইডিয়টস, পিকে-র মতো সাফল্য আসেনি ডাঙ্কির কাছে। যা নিয়েও মুখ খুলেছেন হিরানি। তাঁকে বলতে শোনা যায়, ‘অবশ্যই বাণিজ্যিক সাফল্য জরুরি আার কাছেও, কিন্তু আমি সেটার উপর ফোকাস করি না। কারণ যদি তুমি সেটার উপর জোর দাও তাহলে যে গল্প তুমি বলতে চাইছো সেটার সঙ্গে সুবিচার করতে পারবে না।’