বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Kunal Ghosh on Suvendu Adhikari: 'সভায় লোক নেই…পালাল শুভেন্দু' ছবি দেখিয়ে খোঁচা দিলেন কুণাল

Kunal Ghosh on Suvendu Adhikari: 'সভায় লোক নেই…পালাল শুভেন্দু' ছবি দেখিয়ে খোঁচা দিলেন কুণাল

সভাস্থল। ছবি সৌজন্য়ে কুণাল ঘোষের এক্স হ্যান্ডেল

অপর একাধিক পোস্টে কুণাল লিখেছেন, অ্যাটেশনন মিডিয়া ফ্রেন্ড। যাঁরা শুভেন্দুর সভার লাইভ টেলিকাস্ট তারা কি আজ একবারও বান্দোয়ানে লোক না হওয়ায় শুভেন্দুর সভায় না গিয়ে হোটেল থেকে পালিয়ে যাওয়ার খবরটা দেখাবে না? পাঁচতারা হোটেলে বৈঠকের প্রভাব?

সভায় লোক না হওয়ার জেরে পালিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এনিয়ে একাধিক পোস্ট তিনি করেছেন। সেখানে তিনি একটি সভাস্থলের ছবি দেখিয়েছেন। সেখানে বাস্তবিকই কম সংখ্য়ক মানুষ রয়েছেন।

কুণাল ঘোষ লিখেছেন, ‘আজ বান্দোয়ান। সভায় লোক নেই। দশ হাজারের আয়োজন ছিল। ছিল ২৫০-৩০০ জন। বীণাপানি হোটেলে বসে বসে শেষে পালাল শুভেন্দু। শারুল উৎসবে যেতে চেয়েছিল ও। ভূমিজ সমাজগুলি তাকে বয়কটের ডাক দেয়। তৃণমূল এমপি সামিরুল ইসলাম সমাজের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। তাঁরা মমতার সঙ্গেই থাকবেন।’

সেই সঙ্গে অপর একাধিক পোস্টে কুণাল লিখেছেন,' অ্যাটেশনন মিডিয়া ফ্রেন্ড। যাঁরা শুভেন্দুর সভার লাইভ টেলিকাস্ট তারা কি আজ একবারও বান্দোয়ানে লোক না হওয়ায় শুভেন্দুর সভায় না গিয়ে হোটেল থেকে পালিয়ে যাওয়ার খবরটা দেখাবে না? পাঁচতারা হোটেলে বৈঠকের প্রভাব?'

কুণাল লিখেছেন, ‘বান্দোয়ান লোক হয়নি বলে পাশের হোটেলে বসে থেকে পালিয়ে গেল শুভেন্দু। বয়কট করল ভূমিজ সমাজ।’

 

সব ছবি পোস্ট করেছেন কুণাল। এই ছবির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে ভোটবাজারে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নানা কথা রটতে শুরু করেছে। তবে কি পুরুলিয়ায় বিজেপি ক্রমেই পায়ের নীচে থেকে জমি হারাচ্ছে? তার জেরেই এই পরিস্থিতি?

তবে ভোটপর্বে এই ঘটনা নিঃসন্দেহে বিজেপির কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে কুণাল ঘোষ এই পোস্ট করার পরেই নানা ধরনের মন্তব্য উড়ে আসছে সোশ্য়াল মিডিয়ায়। একজন লিখেছেন খুবই দুঃখের ব্যাপার। অপর একজন লিখেছেন, একটা সভা দেখে এত কথা বলছেন। বাকি শুভেন্দুর সভাগুলো কেমন হয় সেটা দেখতে পাননি নাকি। আর পুরুলিয়ার গরমটা দেখুন।

অপর একজন লিখেছেন বান্দোয়ানে কি ৫ স্টার হোটেল আছে?

তবে এবারই প্রথম নয়। এর আগেও কুণাল ঘোষ শুভেন্দুকে নিশানা করে নানা কথা বলেছেন।

সেই সঙ্গেই চাকরিহারাদের নিয়ে সুপ্রিম কোর্টের পদক্ষেপ প্রসঙ্গে কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন,' SSC মামলা। SC-এ CBI তদন্ত আপাতত স্থগিত। পরবর্তী শুনানি স্থগিত। এখানে দ্বিচারিতা করছেন বিরোধী দল। বাম আইনজীবীরা। মুখে বলছেন যোগ্যদের চাকরি হোক। তৃণমূল ভুল সংশোধন করে যোগ্যদের চাকরির পক্ষে। বিরোধীরা সব আটকে রাজনীতি করতে চায়।'

ভোটযুদ্ধ খবর

Latest News

ভোটের সাতকাহন- 'পর' আর ঘর কখনও এক হয় না, বিষ্ণুপুরে আমার প্রেস্টিজ ফাইট-সুজাতা কোন ৭ লক্ষণ দেখলে বুঝবেন যে রক্তাল্পতা হয়েছে? ‘আরভকে আটকাতে পারিনি…’, কী করল অক্ষয়ের ছেলে? কেন এমন বললেন অভিনেতা? ‘ইমি ইমি’ গানে ট্রেন্ডিংয়ে থাকার পর এবার কান উৎসবে সকলের নজর করলেন জ্যাকলিন শিমুলের হয়ে সাক্ষ্য দিতে কোর্টে হাজির পরাগ, এবার কি শাস্তি হবে পলাশ-প্রতীক্ষার? ভারত থেকে পৌঁছে দিত বুলেট, ওয়াকিটকি! মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ক্যাডার ধৃত বৈশাখ পূর্ণিমা ২০২৪ এর তিথি শুরু কখন থেকে? শুভ মুহূর্তের সময়কাল দেখে নিন ‘লজ্জা পেত…’, জন্ম থেকে এক চোখ অন্ধ, DBDর ফাইনালিস্ট ইশিতার লড়াই দিদি নম্বর ১-এ যখন তখন হামলা হতে পারে, আশ্রম ও স্কুলে কেন্দ্রীয় নিরাপত্তা চাইলেন কার্তিক মহারাজ ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মই বদলে দিয়েছে কেরিয়ার, HT বাংলায় Exclusive অভিষেক পোড়েল

Latest IPL News

ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মই বদলে দিয়েছে কেরিয়ার, HT বাংলায় Exclusive অভিষেক পোড়েল বিরাটের সঙ্গে একমত, ODI থেকে ২ বলের নিয়ম তুলে দেওয়ার পক্ষে গম্ভীর 'L' দেখিয়ে কেন সেলিব্রেশন? কোয়ালিফায়ারের আগে গোপন রহস্য ফাঁস করলেন KKR-র 'বিপদ' হস্তক্ষেপ করব না,ধোনি যখন সিদ্ধান্ত নেবে তখন জানাবে-রহস্য জিইয়ে রাখল সিএসকে সিইও জুনিয়র ক্রিকেটে নির্বাচকদের পা ধরিনি, তাই দলে সুযোগ পাইনি… বিস্ফোরক গম্ভীর বিরাটের ব্যাটিং বা রবীন্দ্র-র রান আউট নয়, এই ঘটনাকে টার্নিং পয়েন্ট বলছেন যশ বেইমানি করেনি ইসিবি, আইপিএলের সূচির দিকেই আঙুল তুললেন পঞ্জাব কোচ বাঙ্গার রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ খুঁজতে মহেন্দ্র সিং ধোনির দ্বারস্থ বিসিসিআই! আইপিএল ভারতীয় দলে ঢোকার শর্টকাট না হয়ে যায়… কুপ্রভাবের কথা গৌতম গম্ভীরের গলায় পেশীর চোটের চিকিৎসা করাতে লন্ডনে যেতে চলেছেন MSD,ফিরেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.