বাংলা নিউজ > বায়োস্কোপ > Raksha Bandhan: মাধুরী, অনুষ্কা থেকে কিয়ারা.. রইল বলিউড ভাই-বোনেদের রাখির ছবি

আজ রাখি পূর্ণিমা। ভাইয়ের শুভ কামনা করে এই দিনে রাখি পরান বোনেরা। রবিবার রাখি উদযাপনে মতেলন আট থেকে আশি। বিশেষ দিনে নিজের দাদা-ভাই বা ভক্তদের শুভেচ্ছা জানাতে ভুলল না বিটাউন। তাই শনিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ার পাতা ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়। রবিবার সকাল থেকেই সামাজিক মাধ্যমের পাতা জুড়ে রয়েছে রাখি উদযাপনের ছবি।

ভাইকে রাখি পরানোর ভিডিয়ো শেয়ার করে রাখির শুভেচ্ছা জানালেন মাধুরী দীক্ষিত।

অনুষ্কা শর্মা তার ভাই কার্নেশের সঙ্গে একটি থ্রোব্যাক ছবি পোস্ট করে রাখির শুভেচ্ছা জানিয়েছেন।

কিয়ারা আডবাণী তার 'সুন্দর ছোট ছোট ভাইদের' সঙ্গে রাখি বন্ধন উদযাপন করেছেন। দেখুন ছবি-

রুবিনা দিলাইক বোন রোহিনীর সঙ্গে রাখির দিনে ছবি শেয়ার করে লিখেছেন: 'আমাদের হৃদয় এক জায়গায় ...'

কৃতী শ্যানন বোন নুপুরের জন্য আবেগপূর্ণ পোস্টে লিখেছেন: 'তুমি আমার ব্যক্তি'.. পাশাপাশি রাখির শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

তুষার কাপুর বোন একতা কাপুরের সঙ্গে রাখির দিনে..

নভ্যা নভেলি নন্দা ভাই অগস্ত্যর সঙ্গে একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন। নভ্যা অগস্ত্যকে বলেন, সে সবসময় তার 'কাঁধে' থাকবে।

সাইফ আলি খানের বোন সাবা পতৌদি সাইফ আলি খান, কারিনা কাপুর এবং সোহা আলি খানের সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘কিছুক্ষণ .... রাখিj মুহূর্ত এবং সম্পর্কের জন্য একটি উপলক্ষ্য ... ভাই ...বৌদি .. বোন। এবং বন্ধনটিকে বিশেষ করে তুলুন ...’।

রাখির দিনে ভাই ওজানের সঙ্গে বিয়ের দিনের একটি ছবি শেয়ার করেছেন ইয়ামি গৌতম। অভিনেত্রী লিখেছেন, 'আমাকে লাফ দিতে সাহায্য করছে ...'।

অভিনেতা হৃত্বিক রোশন রাখি বন্ধনের দিন ভিডিয়ো পোস্ট করে বলেছেন, বিশেষ দিনে ছোট্ট বিনিময়ও খুব স্পেশ্যাল।

জেনেলিয়ার রাখি উদযাপন-

এমনই রাখির দিনে অজস্র তারকারা ভাই-বোনেদের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে।

বন্ধ করুন