পুজোর ঠিক মুখেই মুক্তি পেয়েছে চার চারটি ছবি। আর চারটি ছবিই দর্শকদের থেকে ভালোই সাড়া পেয়েছে, পাচ্ছে। আর এই ছবিগুলোর হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে বাংলা ইন্ডাস্ট্রি। কিন্তু এগারো দিনের মাথায় কোন ছবি কত টাকা আয় করল?
দশম অবতার-রক্তবীজ-বাঘা যতীন-মিতিন মাসর মার্কশিট
শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ছবি রক্তবীজ ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে। এখানে উঠে এসেছে খাগড়াগড় কাণ্ডের কথা। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সত্যম ভট্টাচার্য, দেবলীনা কুমার, অনসূয়া মজুমদার আছেন। এই ছবিটি প্রথম ৮ দিনে ৩ কোটি টাকা আয় করেছে। এমনটাই টলি বাংলা বক্স অফিসের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে ইতিমধ্যেই ৫ কোটি টাকা টপকে গিয়েছে দশম অবতার। বহু বছর পর আবারও এই ছবির হাট ধরে পুজোর সময় মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত এবং জয়া আহসান। এই ছবিটি ১১ দিনে ২.৬২ লাখের বেশি দর্শক দেখেছেন বলেই জানানো হয় এদিন। এসভিএফের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।
আরও পড়ুন: 'এটা আমার লেখা, প্রচলিত নয়...' গান চুরির অভিযোগ শিলাজিতের, পাশে দাঁড়ালেন রূপম
তবে মিতিন মাসী এখনও পর্যন্ত বক্স অফিসে কত টাকা আয় করল সেই হিসেব স্পষ্ট নয়। বাঘা যতীন কাঁটায় কাঁটায় দশম অবতারকে টক্কর দিলেও বর্তমানে এই ছবিটি কত টাকা আয় করেছে সেই হিসেবে এখনও সুস্পষ্ট নয়।
তবে টলি বাংলা বক্স অফিসের তরফে জানানো হয়েছে ৩০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বাংলায় দশম অবতারের একটি শো হাউজফুল এবং একটি শো প্রায় হাউজফুল। অন্যদিকে বাঘা যতীন এর ২ শো হাউজফুল। রক্তবীজ ছবির ৬টা শো প্রায় হাউজফুল। মিতিন মাসীর একটি শো মোটামুটি হাউজফুল।
বাঘা যতীন ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দেব। তাঁর বিপরীতে আছেন সৃজা দত্ত। অরুণ রায় এই ছবিটির পরিচালনা করেছেন। অন্যদিকে মিতিন মাসী ছবিতে নাম ভূমিকায় আছেন কোয়েল মল্লিক। অরিন্দম শীল এই ছবিটির পরিচালনা করেছেন।
ফলে পুজোয় মুক্তি পাওয়া চারটি ছবির মার্কশিট অনুযায়ী এগিয়ে আছে দশম অবতার। তারপরই আছে বাঘা যতীন। তিন নম্বরে রক্তবীজ এবং পরিশেষে মিতিন মাসী। কিন্তু বক্স অফিসের টক্করে যে এগিয়ে থাক বা পিছিয়ে থাক সব মিলিয়ে এই সময় বাংলা ইন্ডাস্ট্রি যে দারুণ ব্যবসা করেছে সেটা স্পষ্ট।