বাংলা নিউজ > বায়োস্কোপ > Rana Daggubati: আংশিক অন্ধত্বে ভুগছেন বাহুবলীর ‘ভল্লালদেব’ রানা ডাগ্গুবতী, দেখতে পান না ডান চোখে

Rana Daggubati: আংশিক অন্ধত্বে ভুগছেন বাহুবলীর ‘ভল্লালদেব’ রানা ডাগ্গুবতী, দেখতে পান না ডান চোখে

এক চোখে দেখতে পান না বাহুবলীর ‘ভল্লালদেব’ রানা ডাগ্গুবতী।

২০১৬ সালে একটি চ্যাট শো চলাকালীন ‘ভল্লালদেব’ রানা ডাগ্গুবতী তাঁর চোখের অবস্থা নিয়ে কথা বলেন। জানান, তিনি আংশিক অন্ধত্বে ভুগছেন। যা বেশ অবাক করে দেয় তাঁর ভক্তদের।

২০১৬ সালে বাহুবলী অভিনেতা রানা ডাগ্গুবতী প্রকাশ করেছিলেন যে তিনি আংশিক অন্ধত্বে ভুগছেন। যা বেশ অবাক করে দেয় তাঁর ভক্তদের। অভিনেতা সেইসময় জানিয়েছিলেন যে, তিনি ছোটবেলায় কর্নিয়াল ট্রান্সপ্লান্ট করান এবং এখনও ডান চোখে দেখতে পাচ্ছেন না। সম্প্রতি রানা সামনে আনেন কোন কারণে তিনি এই ব্যাপরটা গোটা বিশ্বের সামনে আনেন।

২০১৬ সালে একটি চ্যাট শো চলাকালীন ‘ভল্লালদেব’ তাঁর চোখের অবস্থা নিয়ে কথা বলেন, দর্শকদের মধ্যে থাকা একটি ছোট ছেলে তার মায়ের চোখ হারানোর কথা শেয়ার করার পরে। বর্তমানে, দ্য বম্বে জার্নির সঙ্গে সাক্ষাৎকারে রানা প্রকাশ করেছেন কেন তিনি তখন তাঁর গল্পটি শেয়ার করার প্রয়োজন অনুভব করেছিলেন।

রানা বলেন, ‘আমি মনে করি আমি সেই কয়েকজন লোকের মধ্যে পড়ি যারা প্রকাশ্যে কর্নিয়াল ট্রান্সপ্লান্টের কথা বলেছে। সঙ্গে আরেকটা কারণও ছিল যে যে একটা বাচ্চা তাঁর মায়ের চোখ হারানোর কথা বলছিল এবং তা নিয়ে দুঃখ করছিল। আর তখনই আমি আমার চোখের কথা বলেছিলাম। আমি আমার ডান চোখে দেখতে পারি না।’

অভিনেতা জানিয়েছেন ছোটবেলা থেকে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগেছেন তিনি। যার মধ্যে রয়েছে কিডনি ট্রান্সপ্ল্যান্টও। রানা বলেন, ‘অনেক লোকই শারীরিক সমস্যার কারণেই ভেঙে পড়ে, এমনকী ঠিক হয়ে যাওয়ার পরেও। আমার তো কর্নিয়া ট্রান্সপ্লান্ট হয়েছিল, আমার একটি কিডনিও ট্রান্সপ্লান্ট হয়েছিল। নিজেকে তো মাঝে মাঝে টার্মিনেটর মনে হয়। আমি যখন নিজেকে চালিয়ে নিয়ে যাচ্ছি আপনাকেও যেতে হবে।’

২০১৬ সালের তেলুগু চ্যাট শো মেমু সাইথামে কান্নাকাটি করা যুবকের গল্প শোনার পর, রানা তাঁকে বুঝিয়ে বলেছিলেন, ‘আমি তোমাকে একটা কথা বলি, আমি আমার ডান চোখ থেকে অন্ধ। আমি শুধু আমার বাঁ চোখ দিয়ে দেখতে পাই। তুমি যেটা দেখছ সেটা অন্য কারো চোখ যা তাঁর মৃত্যুর পর আমাকে দান করা হয়েছিল। বাঁ চোখ বন্ধ করলে আমি কাউকেই দেখতে পাব না। আমি যখন ছোট ছিলাম তখন এলভি প্রসাদ আমার অপারেশন করেছিলেন। ভালোভাবে পড়াশোনা করুন, আমরা আপনাকে সমর্থন করব। সাহসী হন কারণ আপনাকে আপনার পরিবারের দেখাশোনা করতে হবে। দুঃখ একদিন চলে যাবে কিন্তু আপনাকে প্রস্তুত হতে হবে এবং আপনার পরিবারকে সবসময় খুশি রাখতে হবে।’

বন্ধ করুন