অভিনেতা হিসেবে রণবীর কাপুর বরাবরই অতুলনীয়। এমনকী, দর্শকদের বড় একটা অংশ খুব কমই তা নিয়ে প্রশ্ন তোলেন। তবে ব্যক্তিগত জীবনের কারণে বরাবরই কটাক্ষের মুখে পড়তে হয় ঋষি-পুত্রকে। তা সে প্রাক্তন বান্ধবী দীপিকা-ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপ হোক, বর্তমান স্ত্রী আলিয়ার বিয়ের আগে প্রেগন্যান্ট হয়ে পড়া, বারবার কাঠগড়ায় দাঁড়িয়েছেন রণবীরই। আর এখন তো কিছু মানুষ আলিয়ার সঙ্গে রণবীরের ব্যবহার নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিশেষ করে যখন হাইওয়ে-অভিনেত্রী একটি লিপস্টিক টিউটোরিয়ালের ভিডিয়োতে বলেছিলেন, ‘আমার বর রণবীর, যখন প্রেমিক ছিল আর কী তখনও, একদম পছন্দ করত না আমার লিপস্টিক পরা। দেখলেই বলত মুছে ফেল, মুছে ফেলো।’ তারপর থেকে রণবীরের নামের পাশে জুড়ে গিয়েছে ‘বিষাক্ত পুরুষত্ব’ কথাটা।
ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে ভালোবাসেন রণবীর কাপুর বরাবরই। এমনকী তাঁর ও আলিয়ার মেয়ে রাহাকেও এখনও আনেননি জনসমক্ষে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে নিয়ে চারিদিকে চলতে থাকা নেতিবাচক মন্তব্য নিয়ে মুখ খুললেন।
রণবীর বললেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় নেই। তাই নেতিবাচকতার মুখোমুখি হতে হয় না আমাকে সরাসরি। যা একটা দুর্দান্ত জিনিস। কিন্তু আমি মনে করি নেতিবাচকতা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনি যদি একজন শিল্পী হন। আমি যখন কাজ করছি তখন আমার মনে হয় উভয়েরই অস্তিত্ব থাকা দরকার কারণ এটি একটা ভারসাম্য তৈরি করে। আপনি জানেন যে কখনও কখনও একজন অভিনেতা হিসাবে আপনাকে নিয়ে এমন অনেক কিছু লেখা হয়, অনেক মতামত তৈরি করা হয় যা সত্য নয়। আপনি সেগুলোকে এক চিমটে নুনের মতো নিতে পারেন।’
‘আমার ইমেজ এমন তৈরি করা হয় যা আমি নই, হতে পারে আমার করা কোনও চরিত্র, বা শুধুমাত্র কোনও কথার ভিত্তিতে লোকের মনগড়া। কিন্তু এটা আমার নিজের নয়। বরং জনসাধারণের। হতে পারে তাঁরা আমাকে পছন্দ করেন বা অপছন্দ। যতক্ষণ তাঁরা আমার কাজকে পছন্দ করছেন এরকম খারাপ-ভালো থাকবেই। আমার ফোকাস শুধু অভিনয়ে।’
এরপর ‘বিষাক্ত পুরুষত্ব’ বা Toxic Masculinity নিয়ে রণবীর বলেন, ‘আমার কিছু বিবৃতি নিয়ে যেভাবে আমাকে তুলে ধরা হয়েছে, তেমন কিছু প্রতিবেদন আমি পড়েছি। আমি সেই লোকদের পাশে আছি যারা বিষাক্ত পুরুষত্বের বিরুদ্ধে লড়াই করছে। তারা যদি এটার মুখ হিসেবে আমাকে ব্যবহার করেন তাতেও আমার আপত্তি নেই। কারণ তাঁদের লড়াইটা আমার চেয়ে বড়। হতে পারে আমি যা বলেছি, তা তাঁদের খারাপ লেগেছে।’
রণবীর কাপুরকে শেষ দেখা গিয়েছে তু ঝুটি ম্যায় মক্কার-এ। এরপর দেখা যাবে অ্যানিমেল ছবিতে।