করোনার ফলে অতিমারির সৃষ্টি না হলে যে এতদিনে তিনি আলিয়া ভাটের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে পড়তেন, সে কথা নিজেই একাধিক সাক্ষাৎকারে কবুল করেছেন রণবীর কাপুর নিজেই। এবার সেই বিয়ের কথা শুনেই থতমত খেলেন রণবীর।
বৃহস্পতিবার, 'তুলসীদাস জুনিয়র' ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন রণবীর। মৃত্যুর আগে এটিই ছিল রণবীরের কাকা তথা বর্ষীয়ান অভিনেতা রাজীব কাপুর অভিনীত শেষ ছবি। তাই শুধু 'রকস্টার'ই নয়, কাপুর পরিবারের আরও অনেকেই এই ছবির স্ক্রিনিংয়ে হাজির ছিলেন। সেই তালিকায় ছিল রণধীর কাপুর, নীতু কাপুর, আরমান জৈন-র মতো নামও। এই স্পেশ্যাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন বলি-পরিচালক আশুতোষ গোয়াড়িকর এবং টি সিরিজ সংস্থার কর্ণধার ভূষণ কুমার।
ছবি শেষে যখন থিয়েটার ছেড়ে বেরোচ্ছেন, তখন রণবীরকে ঘিরে ধরে পাপারাৎজিদের দল। তাঁদের আবদার মিটিয়ে, বিদায় জানিয়ে যখন হাঁটা লাগিয়েছেন রণবীর, তখনই 'ব্রহ্মাস্ত্র' ছবির নায়কের উদ্দেশে একজন পাপারাৎজি বলে ওঠে, 'বাই রণবীর, বিয়েতে ফের দেখা হচ্ছে!' শোনামাত্রই অবাক হয়ে হাঁটা থামিয়ে ঘাড় ঘুরিয়ে রণবীর জিজ্ঞেস করে ওঠেন 'কার বিয়েতে?' ঝটপট পাল্টা জবাব দেন ওই পাপারাৎজি, 'লাভ (লাভ রঞ্জন) স্যারের বিয়েতে।' এহেন জবাব পেয়ে মুচকি হেসে মাথা নাড়তে নাড়তে আর একটি কথা না বলে এগিয়ে যান 'সঞ্জু' ছবির নায়ক। ওই ব্যক্তির এহেন কীর্তি দেখে ততক্ষণে জড়ো হওয়া পাপারাৎজিদের দলের মধ্যে শুরু হয়েছে হাসির গুঞ্জন।
গোটা ঘটনাটির ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট হতেই তা ভাইরাল হওয়া শুরু হয়েছে। বলাই বাহুল্য, রণবীরের মুখের ভাবসাব এবং ওই পাপারাৎজিকে করা পাল্টা প্রশ্ন দেখে হাসির তুফান উঠেছে নেটপাড়ার বাসিন্দাদের মধ্যেও।