বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranveer Singh: ভিড়ের থেকে শিশুকে বাঁচাতে এ কী করলেন রণবীর, ভিডিয়ো নিমেষে ভাইরাল

Ranveer Singh: ভিড়ের থেকে শিশুকে বাঁচাতে এ কী করলেন রণবীর, ভিডিয়ো নিমেষে ভাইরাল

রণবীর সিং

বাচ্চা কোলে রণবীর সিং-এর ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়া। দেখুন ঠিক কী হয়েছিল। 

রণবীর সিং-এর ভক্ত সংখ্যা বেশ ইর্ষণীয়। জনপ্রিয়তায় চোখ বন্ধ করে টেক্কা দিতে পারেন শাহরুখ-সলমন-আমিরদের। সম্প্রতি অভিনেতার ফ্যানক্লাব থেকে একটা ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যা ইতিমধ্যেই ভাইরাল। যেখানে কোলে বাচ্চা নিয়ে ঘুরতে দেখা গেল রণবীর সিং-কে।

দেখা যাচ্ছে সেলফি আর অটোগ্রাফের জন্য রণবীরকে ঘিরে ধরেছে একগুচ্ছ ভক্ত। হঠাৎই নীচু হয়ে একটা বাচ্চাকে কোলে তুলে নিলেন রণবীর। ভিড়ের মধ্যে থেকে বাচ্চাটিকে বের করে আনলেন। আর রণবীরের এই ব্যবহারই মন জয় করে নিয়েছে তাঁর সব ভক্তদের।

রণবীরের ফ্যানক্লাবের তরফ থেকে এই ভিডিয়োর ক্যাপশনে লেখা হল, ‘রণবীর সিং একটা ছোট বাচ্চাকে কোলে তুলে ভিড়ের থেকে বাঁচিয়ে বের করে আনল মালাড মস্তি ইভেন্টে। কী ভালো মানুষ… দেখেই নিজেকে আটকাতে পারলাম না শেয়ার করা থেকে।’

শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভিডিয়ো নিমেষে ভাইরাল। লাইক-কমেন্টের বন্যা। একজন লিখেছেন, ‘এই কারণেই তো আমরা এত ভালোবাসি। উই লাভ ইউ বাবা।’ দ্বিতীয় জন লিখলেন, ‘এই মানুষটাকে কখনও আমি গম্ভীর মুখে দেখিনি।’

আপাতত রণবীর সিং ব্যস্ত ‘সার্কাস’-এর প্রচারে। ২০২২-এর ২৩ ডিসেম্বর মুক্তি পাবে সার্কাস। ছবিটি উইলিয়াম শেক্সপিয়রের নাটক ‘দ্য কমেডি অব এররস’-এর উপর ভিত্তি করে বানানো হয়েছে। এই গোটা গল্পটাই দুই জোড়া যমজ ভাইকে কেন্দ্র করে এগোবে, যারা জন্মের পরই আলাদা হয়ে যায়। এই ছবিতে রণবীরের সঙ্গে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগড়ে, বরুণ শর্মা, জনি লিভাররা।

ছবিতে রণবীরের সঙ্গে একটি গানে নাচ করছেন দীপিকা পাড়ুকোনও। প্রসঙ্গত, দীপিকাকে খুব জলদি দেখা যাবে রোহিত শেট্টির পরিচালনায় ‘সিংঘম এগেইন’-এ।

 

বন্ধ করুন