চর্চায় জোয়া আখতারের ‘দ্য আর্চিস’। সদ্য Netflix-এ মুক্তি পেয়েছে এই ছবি। এই ছবির হাত ধরেই ডেবিউ করেছেন একাধিক তারকা সন্তান। রয়েছেন খোদ কিং খান কন্যা শাহরুখ, শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি, রাজ কাপুরের পুতি অগস্ত্য় নন্দা সহ অন্যান্যরা। ছবিটি দেখে ফেলেছেন বলিউডের অনেকেই, আর তারপর যে যার নিজের মতো করে ছবির রিভিউ দিয়েছেন। আর এবার সুহানা, খুশি, অগস্ত্যদের এই ছবির রিভিউ দিলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন।
কিন্তু তারকা কন্যাদের এই ডেবিউ ছবি নিয়ে কী মতামত দিয়েছেন রবিনা?
রবিনা ট্যান্ডন The Archies নিয়ে সরাসরি প্রতিক্রিয়া না জানালেও পরোক্ষেভাবে মতামত ব্যক্ত করেছেন রবিনা। সম্প্রতি এক রেডিট ব্যবহারকারী তারকা সন্তানদের অভিনয়ের পর্যালোচনা করে একটা মিম শেয়ার করেন। যেখানে অগস্ত্য নন্দা ও খুশি কাপুরের অভিনয়ের সমালোচনা করেছেন। সিনেমায় খুশি বেটি কুপারের চরিত্রে অভিনয় করেছেন, আর অগস্ত্য আর্চিস অ্যান্ড্রুজ-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবির একটি দৃশ্যে তাঁদের কথা বলতে দেখা যায়, যেখানে বেটি আর্চিসের জন্য স্ক্র্যাম্বল ডিম তৈরি করে, যে তার রান্নার ভক্ত। সিনেমার সেই দৃশ্যটি শেয়ার করে মিমে লেখা হয়েছে ‘অভিনয় এখানেই মারা গিয়েছে’। ঘটনা চক্রে রবিনা এটি লাইক করে বসেছেন।
অর্থাৎ অগস্ত্য নন্দা ও খুশি কাপুরের অভিনয় নিয়ে সহমত প্রকাশ করেছেন রবিনা। তিনিও তাহলে মনে করে তাঁদের অভিনয় মোটে ভালো হয়নি। অন্তত রবিনা ট্যান্ডের এই 'লাইক' তো সেটারই ইঙ্গিত দিচ্ছে।
রবিনার এই প্রতিক্রিয়ায় এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘রবিনা হয়ত নিজের অ্যাকাউন্টটি সুইচ (বদলাতে) ভুলে গিয়েছেন।’ আরও একজন লিখেছেন, ‘দেখা যাক রবিনার মেয়ে আবার কী করে!’ এদিকে শোনা যাচ্ছে, রবিনার মেয়ে রাশা থাডানিও অভিষেক কাপুরের একটি ছবির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন। ছবিতে আমন দেবগনের সঙ্গে অভিনয় করবেন রবিনা কন্য। ২০২৪-এর ৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছবিটির। তবে এই ছবির এখনও নাম ঠিক করা হয়নি।