সামনেই দিওয়ালি। তার আগে উত্তরাখণ্ডে ঋষিকেশে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। ঋষিকেশে গিয়ে গঙ্গা আরতি করলেন রবিনা। গঙ্গার ঘাটে পুরোহিতদের সঙ্গে দাঁড়িয়ে পুজো করতে দেখা গিয়েছে অভিনেত্রী। সেই মুহূর্তটি উঠে এসেছে নেটদুনিয়ায়।
সংবাদ সংস্থা ANI-এর ভিডিয়োতে দেখা যাচ্ছে, রবিনার পরনে লাল সালোয়ার কামিজ, সোনালি ওড়না, কপালে তিলক, পুরোহিতদের পাশে দাঁড়িয়ে পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করছেন অভিনেত্রী, সঙ্গে গানও গাইছেন। রবিনার পাশের পুরোহিত তাঁকে নির্দেশ দিচ্ছেন, সেই মতোই চলছেন অভিনেত্রী। ভিডিয়োতে রবিনার মেয়ে রাশাকেও দেখা যাচ্ছে।
আরও পড়ুন-'দালালি মারতে এলে সব ফাঁস করে দেব', হঠাৎ কেন, কার উদ্দেশ্যে বললেন অঙ্কুশ?
আরও পড়ুন-করিনা ও কাজলের সঙ্গে তুমুল ঝগড়া, প্রায় ২ বছর কথা বন্ধ, কীভাবে ঝামেলা মিটল? অকপট করণ
আরও পড়ুন-বক্স অফিসে পর এবার OTT-তেও শাহরুখ জাদু, বিশ্বব্যাপী নতুন রেকর্ড গড়ল 'জওয়ান'
আরও পড়ুন-বিয়ে করলেন প্রাক্তন মিস ইন্ডিয়া অদিতি, পাত্র বিলিয়নেয়ার উদয় কোটাকের ছেলে জয় কোটাক
দিওয়ালির আগে আচমকাই ঋষিকেশে পৌঁছেছেন রবিনা। কারণ, দু'দিন আগেও রবিনা মুম্বইতেই ছিলেন। মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতেও দেখা গিয়েছিল তাঁকে, সেখানে নীতা আম্বানি, ঐশ্বর্য রাই বচ্চন সহ অন্যান্যদের সঙ্গে ছবিও তুলেছিলেন। সেখানেও রবিনার সঙ্গে ছিলেন মেয়ে রাশা। আর তারপরই ঋষিকেশ উড়ে যান রবিনা।
এদিকে সম্প্রতি নিজের৪৯ বছরের জন্মদিন পালন করতে মধ্যপ্রদেশে গিয়েছিলেন রবিনাা। মধ্যপ্রদেশের পান্না জাতীয় উদ্যান পরিদর্শন করেন এবং সেখানেই নিজের জন্মদিন উদযাপন করেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার কিছু ঝলক শেয়ারও করেছিলেন তিনি।
এদিকে কাজের ক্ষেত্রে, আগামী মাসে সঞ্জয় দত্ত, পার্থ সামথান ও খুশালি কুমারের সঙ্গে রোমান্টিক-কমেডি ফিল্ম ‘ঘুডচডি’র শ্যুটিং শুরু করবেন তিনি। এছাড়াও, রবিনা পাটনা 'শুক্লা' এবং মাল্টি-স্টারার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মতো ছবিতেও কাজ করছেন।