বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankush-Politics: 'দালালি মারতে এলে সব ফাঁস করে দেব', হঠাৎ কেন, কার উদ্দেশ্যে বললেন অঙ্কুশ?

Ankush-Politics: 'দালালি মারতে এলে সব ফাঁস করে দেব', হঠাৎ কেন, কার উদ্দেশ্যে বললেন অঙ্কুশ?

অঙ্কুশ হাজরা

অঙ্কুশ বলেন, ‘আমা রাজনীতিতে আসা মুশকিল আছে। আসলে আসলে আমি যে দলে গিয়েই রাজনীতি করিনা কেন, আমি নিশ্চিত সেই দলই আমায় আগামী ৬ মাসের মধ্যে তাড়িয়ে দেবে। তার কারণ হল, …কাউকে দালালি মারতে দেব না। আর কোনও সময় যদি কোনও অন্য়ায় দেখতে পাই সেটা যদি আমার দলের লোকও হয়, আমি কিন্তু ফাঁস করে দেব। এটাতেই মুশকিল আছে।'

অভিনেতা অঙ্কুশ এবার প্রযোজনায়। আর প্রযোজনাতে এসেই বেশকিছু ছবির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অঙ্কুশ হাজরা। শীঘ্রই আসছে অঙ্কুশ প্রযোজিত ছবি 'কুরবান'। অভিনেতা, প্রযোজনার পর টলিপাড়ার অন্যান্য অভিনেতার মতো কি অঙ্কুশ রাজনীতিতে আসতেও ইচ্ছুক?

সম্প্রতি এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। অঙ্কুশ বলেন, ‘আমা রাজনীতিতে আসা মুশকিল আছে। আসলে আসলে আমি যে দলে গিয়েই রাজনীতি করিনা কেন, আমি নিশ্চিত সেই দলই আমায় আগামী ৬ মাসের মধ্যে তাড়িয়ে দেবে। তার কারণ হল, আমি তো আমার মতো চলব। আমার উপর কাউকে দালালি মারতে দেব না। আর কোনও সময় যদি কোনও অন্য়ায় দেখতে পাই সেটা যদি আমার দলের লোকও হয়, আমি কিন্তু ফাঁস করে দেব। এটাতেই মুশকিল আছে। আমাকে আমার দলের লোকই তাড়িয়ে দেবে। হ্য়াঁ, এজন্যই মুশকিন আছে, আমি ২ নম্বরি দেখলেই সব বলে দেব। তাই আমাকে নিয়ে টানাটানি না করাই ভালো।’

আরও পড়ুন-Raha's First Birthday Food Menu: রাহার জন্মদিনের খাবার তৈরি হয়েছে রণবীর-আলিয়ার বাড়ির রান্নাঘরেই, কী কী ছিল মেনুতে?

আরও পড়ুন-স্টার ও নবীনায় দেখানো হবে না সলমনের Tiger 3, কিন্তু কেন?

অঙ্কুশ আরও বলেন, ‘আরও একটা বড় কথা আমি রাজনীতি বুঝি না। যেসমস্ত রাজনৈতিক দল মূলত আলোচনায় থাকে, সেক্ষেত্রে দুটো দলের লোকজনের সঙ্গেই আমার সম্পর্ক ভালো। আমি এদের সঙ্গেও কথা বলি ওদের সঙ্গেও কথা বলি, এদের পুজোতেও যাই, ওদের পুজোতেও যাই। আর এই স্পেসটা আমি উপভোগ করি। টাকার থেকেও স্বাধীনতাটা বেশি আনন্দের। আমি কোভিড, আমফানের সময়ও বিভিন্ন জায়গায় টাকা দিয়েছি, তবে তার জন্য আমায় কোনও ফাইলে সই করতে হয়নি। কাউকে বলতে হয়নি। এই স্বাধীনতাটাই আনন্দের। রাজনীতিটা আমার দ্বারা হবে না।’

অঙ্কুশের কথায়, ‘আমি জানি না MP, MLAরা কত বেতন পান, তবে সবই তো ফ্রি। আমি আমার কেরিয়ারে এই পর্যায়ে এসে যে টাকা রোজগার করি তাতেই খুশি। আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, আমি মাসে ৩০ হাজার টাকা পেতাম, হাতে পেতাম ২৬-২৭ মতো, তাতেই কিন্তু আমি চালিয়েছি। আর খুব আনন্দ করেই কাটিয়েছি ওই টাকায় ৩-৪ বছর। আর তাই আমার কাছে, বেতন, আর এই যে MP, MLA হয়ে সব ফ্রি এটাই যথেষ্ট, চুরি, চামারির কথা এলে সব ফাঁস করে দেব।’

 

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.