অভিনেতা অঙ্কুশ এবার প্রযোজনায়। আর প্রযোজনাতে এসেই বেশকিছু ছবির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অঙ্কুশ হাজরা। শীঘ্রই আসছে অঙ্কুশ প্রযোজিত ছবি 'কুরবান'। অভিনেতা, প্রযোজনার পর টলিপাড়ার অন্যান্য অভিনেতার মতো কি অঙ্কুশ রাজনীতিতে আসতেও ইচ্ছুক?
সম্প্রতি এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। অঙ্কুশ বলেন, ‘আমা রাজনীতিতে আসা মুশকিল আছে। আসলে আসলে আমি যে দলে গিয়েই রাজনীতি করিনা কেন, আমি নিশ্চিত সেই দলই আমায় আগামী ৬ মাসের মধ্যে তাড়িয়ে দেবে। তার কারণ হল, আমি তো আমার মতো চলব। আমার উপর কাউকে দালালি মারতে দেব না। আর কোনও সময় যদি কোনও অন্য়ায় দেখতে পাই সেটা যদি আমার দলের লোকও হয়, আমি কিন্তু ফাঁস করে দেব। এটাতেই মুশকিল আছে। আমাকে আমার দলের লোকই তাড়িয়ে দেবে। হ্য়াঁ, এজন্যই মুশকিন আছে, আমি ২ নম্বরি দেখলেই সব বলে দেব। তাই আমাকে নিয়ে টানাটানি না করাই ভালো।’
আরও পড়ুন-স্টার ও নবীনায় দেখানো হবে না সলমনের Tiger 3, কিন্তু কেন?
অঙ্কুশ আরও বলেন, ‘আরও একটা বড় কথা আমি রাজনীতি বুঝি না। যেসমস্ত রাজনৈতিক দল মূলত আলোচনায় থাকে, সেক্ষেত্রে দুটো দলের লোকজনের সঙ্গেই আমার সম্পর্ক ভালো। আমি এদের সঙ্গেও কথা বলি ওদের সঙ্গেও কথা বলি, এদের পুজোতেও যাই, ওদের পুজোতেও যাই। আর এই স্পেসটা আমি উপভোগ করি। টাকার থেকেও স্বাধীনতাটা বেশি আনন্দের। আমি কোভিড, আমফানের সময়ও বিভিন্ন জায়গায় টাকা দিয়েছি, তবে তার জন্য আমায় কোনও ফাইলে সই করতে হয়নি। কাউকে বলতে হয়নি। এই স্বাধীনতাটাই আনন্দের। রাজনীতিটা আমার দ্বারা হবে না।’
অঙ্কুশের কথায়, ‘আমি জানি না MP, MLAরা কত বেতন পান, তবে সবই তো ফ্রি। আমি আমার কেরিয়ারে এই পর্যায়ে এসে যে টাকা রোজগার করি তাতেই খুশি। আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, আমি মাসে ৩০ হাজার টাকা পেতাম, হাতে পেতাম ২৬-২৭ মতো, তাতেই কিন্তু আমি চালিয়েছি। আর খুব আনন্দ করেই কাটিয়েছি ওই টাকায় ৩-৪ বছর। আর তাই আমার কাছে, বেতন, আর এই যে MP, MLA হয়ে সব ফ্রি এটাই যথেষ্ট, চুরি, চামারির কথা এলে সব ফাঁস করে দেব।’