বাংলা নিউজ > বায়োস্কোপ > অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন, 'ম্যাগাজিন বিক্রির জন্য মিডিয়া...'

অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন, 'ম্যাগাজিন বিক্রির জন্য মিডিয়া...'

অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা?

Raveena Tandon Suicide: অক্ষয়ের সঙ্গে ব্রেকআপের পর সুইসাইড করতে গিয়েছিলেন রবিনা! গুজব নিয়ে এতদিন পর কী বললেন অভিনেত্রী?

রবিনা টন্ডন বরাবরই স্পষ্টবাদী। তিনি কী ভাবছেন, কোন বিষয়ে তাঁর কী মত সেটা কখনই তিনি কখনই লুকিয়ে রাখেন না। বরং স্পষ্ট করে সবার সামনে বলে দেন। এবার এতদিন পর তিনি তাঁর আত্মহত্যা নিয়ে যে ভুয়ো খবর রটে গিয়েছিল সেটা নিয়ে কথা বললেন।

রবিনা টন্ডন কী জানালেন তাঁর আত্মহত্যা নিয়ে?

রবিনা টন্ডনকে আগামীতে পাটনা শুক্লা ছবিতে দেখা যাবে। বর্তমানে তিনি তাঁর সেই ছবির প্রচার চালাচ্ছেন। আর সেখানেই তিনি মহিলাদের কেন্দ্র করে যে স্টিরিওটাইপ ভাবনা রয়েছে সেগুলো নিয়ে কথা বলেন। প্রসঙ্গত রবিনা কিন্তু নিজেই বহুদিন ধরে নারী স্বাধীনতা, নারীদের সাবলম্বী করে তোলা, স্টিরিওটাইপ ভাঙা এসব নিয়ে কাজ করে চলেছেন। মাত্র ২১ বছর বয়সেই তিনি দুটো মেয়েকে দত্তক নেন। সম্প্রতি তিনি সেই মেয়েদের দত্তক নেওয়ার পর কী কী ফেস করেছেন, অক্ষয় কুমারের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর কী কী ঘটেছিল সবটা নিয়েই মুখ খুলেছেন।

আরও পড়ুন: 'চমকিলা'র গানে আড়াআড়ি বিভক্ত ৮০-এর দশকের পঞ্জাব! ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ?

আরও পড়ুন: নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন, 'গাছের তলায় শাড়ি বদলেছি, আর আজ...'

মোজো স্টোরিকে দেওয়া একটি সাক্ষাৎকারে রবিনা টন্ডন কথা বলেছেন তাঁর এবং অক্ষয় কুমারের বাগদান ভেঙে যাওয়ার প্রসঙ্গ নিয়ে। সেখানেই অভিনেত্রী বলেন, 'হ্যাঁ, এটা এমন কী ব্যাপার আর! কত সম্পর্কই তো ভাঙে, মানুষ এগিয়ে যায়। কিন্তু তাঁরা বন্ধু থেকে যায় সম্পর্ক ভাঙার পরেও। আমরা বুঝেছিলাম যে আমার পার্টনার হিসেবে ঠিক নই, কিন্তু বন্ধু হিসেবে আমরা ভালো আছি। আমি তো বুঝতে পরই না মানুষ এটা কেন বুঝে উঠতে পারে না? আমি একদম ঠিক ছিলাম ব্রেকআপের পর। মিডিয়া তখন ইচ্ছে করে হইচই ফেলেছিল যাতে তাঁদের ম্যাগাজিন বিক্রি হয়। কিন্তু আমার কাছে, আমাদের কাছে সব থেকে জরুরি ছিল আমাদের পরিবার কী মনে করল, বা ভাবল। লোকে কী ভাবল একটা সময় পর আর কোনও অর্থ রাখে না।'

আরও পড়ুন: 'গান গেয়ে মনোরঞ্জন হয়, ভোটে...' প্রচারের ফাঁকে দীপ্সিতার কণ্ঠে রূপমের গান, কটাক্ষ করে কী বলছে নেটপাড়া?

তিনি এদিন আরও জানান একটি ম্যাগাজিন নাকি এও ছেপেছিল যে তিনি আত্মহত্যা করতে গিয়েছেন। যদিও বাস্তবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই হাসপাতালে ভর্তি ছিলেন। মেনিনজাইটিস হয়েছিল তাঁর। রবিনা জানিয়েছেন কেউ চাইলে হাসপাতালের সেই রিপোর্ট দেখতে পারেন। তিনি এমন মানুষ নন যে সম্পর্ক ভাঙার জন্য আত্মহত্যা করতে যাবেন।

বায়োস্কোপ খবর

Latest News

ইডির তলবকে চ্যালেঞ্জ করে আবেদন খারিজ, সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক-রুজিরা এসপি দাসের সঙ্গে CJI চন্দ্রচূড়ের স্ত্রীর 'যোগ' নিয়ে পোস্ট ভাইরাল,মুখ খুলল পুলিশ ‘আমাদের ন্যায়বিচার ছিনিয়ে নিতে হবে’ মিছিল থেকে বার্তা নির্যাতিতার বাবার শামির গুরুমন্ত্রে সাফল্য, জাতীয় দলে সুযোগ পেয়ে জানালেন আকাশদীপ ‘‌উই ডিমান্ড জাস্টিস’‌, মার্কিন বিচারপতির পর্যবেক্ষণ উল্লেখ করে সুখেন্দুর পোস্ট শুরু হল সুপার লিগ কেরালা, জৌলুশে হার মানবে আইএসএল এবং কলকাতা লিগ দীপিকার মা হওয়ার মাঝেই ‘সিংঘম এগেইন’-এর ক্লাইম্যাক্সে বড় বদল আনলেন রোহিত উরুতে রুদ্র বীণার ট্যাটু বিতর্কে মুখ খুললেন নিকিতিন ধীর! 'জানি না কতদিন বাঁচবে,তাই কাকিমাকেই উৎসর্গ করছি'!US ওপেন জিতেও মন খারাপ সিনারের… ১৮তম স্থানে প্যারিস প্যারালিম্পিক্স শেষ করল ভারত, কত নম্বরে পাকিস্তান?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.