মুক্তি পেল ইমতিয়াজ আলি পরিচালিত ছবি অমর সিং চমকিলার ট্রেলার। আর এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে দিলজিৎ দোসাঁঝ এবং পরিণীতি চোপড়াকে। এখানে উঠে আসবে পঞ্জাবের বিখ্যাত গায়কের কথা। ৮০ এর দশকে তিনি তাঁর খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন। শুধু তাই নয়, সেই সময় পঞ্জাবে সব থেকে বেশি তাঁরই ক্যাসেট বিক্রি হতো। কিন্তু মাত্র ২৭ বছর বয়সে তাঁকে গুলি করে হত্যা করা হয়।
আরও পড়ুন: 'ভেবেছিলাম সমস্যা হবে...', ১৪ বছরের ছোট সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন?
ট্রেলারে কী দেখা গেল?
ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে পঞ্জাবের একটি আখড়ায় একজন যুবককে ভুল নামে আলাপ করিয়ে দেওয়া হচ্ছে। চমকিলা বলা হয় তাঁর নাম। কিন্তু সে জানায় সেটা ঠিক নয়। উত্তরে তাঁকে বলা হয় কেউ তাঁর নাম মনে রাখবেন না। সেই সেখানেই সে প্রথম গান গায়। কিন্তু এরপর সে সেই নামেই ধীরে ধীরে বিখ্যাত হয়ে ওঠে। মহিলারা তাঁর গানের ভক্ত হয়ে ওঠেন। আর এসবের মাঝে সে তাঁর সঙ্গীকে খুঁজে পায় যার নাম অমরজ্যোত কৌর। তারপর কী হয় সেটা নিয়েই এই ছবি।
আরও পড়ুন: ২২ - এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার?
চমকিলা প্রসঙ্গে
এআর রহমান এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন। ইরশাদ কামিল সমস্ত গানের কথা লিখেছেন। তামাশার পর প্রায় ৯ বছর বাদে আবার রহমান ইরশাদ ইমতিয়াজ আবার একসঙ্গে কাজ করলেন এই ছবিটিতে। এখানে মুখ্য ভূমিকায় থাকবেন দিলজিৎ দোসাঁঝ, পরিণীতি চোপড়া। এটির পরিচালনা করেছেন ইমতিয়াজ আলি। তবে বড় পর্দায় মুক্তি পাবে না এই ছবিটি। বরং নেটফ্লিক্সে আসছে এটি। মুক্তি পাবে ১২ এপ্রিল।
আরও পড়ুন: ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব - জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা?
চমকিলার ট্রেলার লঞ্চে কাঁদলেন দিলজিৎ দোসাঁঝ
এদিন অমর সিং চমকিলা ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কেঁদে ফেলেন দিলজিৎ দোসাঁঝ। তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় পরিণীতিকে।