ইন্ডাস্ট্রির কলিগদের নিয়ে গেট-টুগেদার পার্টির আয়োজন করেছিলেন ফ্য়াশন ডিজাইনার মণীশ মালহোত্রা। সোমবার সন্ধ্যায় মণীশের মুম্বইয়ের বাড়িতে চাঁদের হাট। পার্টিতে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেত্রী রেখার পাশাপাশি পরিণীতি চোপড়া, জাহ্নবী কাপুর এবং তাঁর বোন খুশি কাপুর সহ অন্যান্যরা।
মণীশ হোস্ট করেছেন রেখা, পরিণীতি, জাহ্নবী, খুশিকে
ইনস্টাগ্রামে গেট-টুগেদারের ছবি শেয়ার করেছেন মণীশ। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, রেখা পিছন থেকে জাহ্নবীকে জড়িয়ে ধরে, পাশে দাঁড়িয়ে ছিলেন মণীশ। পরিণীতি এবং খুশি তাঁদের বন্ধু মুসকানের সঙ্গে ক্যামেরার জন্য পোজও দিয়েছেন। দ্বিতীয় ছবিতে রেখার কাঁধে হাত রেখে হাসছেন মণীশ। ছবিতে জাহ্নবী কাপুর, পরিণীতি, খুশি এবং মুসকানকেও দেখা গিয়েছে। আরও পড়ুন: কেউ পরচুল পরেন, কারও হেয়ার ট্রান্সপ্লান্ট করা! বয়স বাড়তেই ইন্দ্রলুপ্ত এই ৯ অভিনেতার
ছবিগুলি শেয়ার করে মণীশ লিখেছেন, ‘দীর্ঘদিন কাজের পরে বাড়িতে এই ধরনের সন্ধ্যাগুলি আরামদায়ক এবং মজাদার এবং #রেখাজি @parineetichopra @janhvikapoor @khushi05k Muskaan... চিরদিনের বন্ধু’।
একটি ছবি শেয়ার করেছেন পরিণীতি
ইনস্টাগ্রাম স্টোরিতে পরিণীতি চোপড়া নিজের সঙ্গে রেখা এবং মণীশের একটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে পরিণীতি লিখেছেন, ‘শুধু কিংবদন্তি’। গেট-টুগেদারের জন্য, পরিণীতি একটি কালো টপ এবং ম্যাচিং প্যান্ট পরেছিলেন।

পরিণীতির শেয়ার করা ছবি
কেমন সেজেছিলেন তাঁরা
লম্বা জ্যাকেট এবং ম্যাচিং প্যান্টের নিচে একটি কালো টপ পরেছেন রেখা। কালো এবং সাদা টুপি, সানগ্লাস, স্নিকার্স পরে এবং একটি ব্যাগও সঙ্গে নিয়েছিলেন তিনি। সাদা পোশাকের সঙ্গে ব্রাউন রঙের জুতো পরে হাজির হন জাহ্নবী। খুশি কাপুরকে একটি কালো টপ এবং ডেনিমে দেখা গিয়েছিল।
রেখা, পরিণীতি, জাহ্নবী, খুশির প্রোজেক্ট
বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখা। প্রবীণ এই অভিনেত্রী এখন খুব কম ছবিতেই অভিনয় করেন। সিলভার স্ক্রিন থেকে দূরে থাকলেও কোনও না কোনও কারণে লাইমলাইটে থাকেন রেখা। ২০১৪ সালের পর আর পর্দায় ফেরেননি অভিনেত্রী রেখা। কেরিয়ারে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন।
ইমতিয়াজ আলি পরিচালিত ‘চামকিলা’ ছবিতে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দেখা যাবে পরিণীতিকে। ছবিটি আবর্তিত হয়েছে দুই বিখ্যাত পাঞ্জাবি গায়ক অমরজ্যোত কৌর এবং অমর সিং চামকিলাকে ঘিরে। রাজকুমার রাও-এর বিপরীতে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-তে জাহ্নবীকে দেখতে পাবেন ভক্তরা। রোশন ম্যাথিউ এবং গুলশান দেবাইয়া সহ-জাহ্নবীকে দেখা যাবে ‘উলাঝে’তে।
খুশিকে শাহরুখ খানের মেয়ে সুহানা খান এবং অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে ‘দ্য আর্চিসে’ দেখা যাবে। জোয়া আখতারের পরিচালনায়, দ্য আর্চিস নেটফ্লিক্সে মুক্তি পাবে এবং এটি বিখ্যাত কমিক বইয়ের ভারতীয় রূপান্তর।