খবর বলছে, বলিউডে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। পুলকিত সম্রাট এবং কৃতি খারবান্দা খুব শীঘ্রই বাঁধবেন গাঁটছড়া। দীর্ঘদিন ধরে একে অপরকে ডেট করছেন তাঁরা। সম্প্রতি, পরিবারের সদস্যদের সঙ্গে দুই তারকার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এবং সেগুলি থেকে ভক্তদের ধরণা হয়েছিল বুঝি বা তাঁদের রোকা অনুষ্ঠান ইতিমধ্যেই হয়ে গিয়েছে।
পুলকিতের সঙ্গে কৃতি খারবান্দার পোস্ট
এর মধ্যেই তাঁদের ভ্যালেন্টাইনস ডে পোস্ট নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে। মনে করা হচ্ছে, পুলকিত এবং কৃতি দিয়েছেন নিজেদের বিয়ের তারিখ নিয়ে ইঙ্গিত। কৃতি তাঁর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘লেটস মার্চ টুগেদার, রেখে হাতে হাত।’ সঙ্গে আবার একটা রেড হার্ট ইমোজি।
এই একই পোশাকে দুজনের তোলা ছবি ভাগ করে নিয়েছেন পুলকিতও। যদিও তা তোলা হয়েছে কোনও এক ইয়টে। সেখানে অকপটে প্রেম জাহির করেছেন অভিনেতা। লেখেন, ‘আমি করি, আমি করি, আমি তোমাকে ভালোবাসি’।
মার্চে বিয়ে করছেন কৃতি-পুলকিত?
তাঁদের পোস্টের কমেন্ট সেকশনে এক ভক্ত লিখেছেন, ‘একসঙ্গে মার্চ করুন! আপনারা কি মার্চে বিয়ে করছেন।’ ‘ওএমজি!! আমার দুই প্রিয়’, অন্য একজন যোগ করেছেন। কেউ আবার জিজ্ঞেস করলেন, ‘বিয়ের তারিখটা কবে?’
পুলকিত ও কৃতির প্রেম-সম্পর্ক
পুলকিত ও কৃতি প্রায় চার-পাঁচ বছর ধরে প্রেম করছেন।পাগলপান্তি ছবিতে কাজ করার সময় একে-অপরকে ডেটিং শুরু করেছিলেন এবং পরে সিনেমার প্রচারের সময়ই তাঁদের সম্পর্কে শিলমোহর দেন। 'ভিরে কি ওয়েডিং', 'তাইশ'-এর মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা।
যদিও দুজনের কেউই এখন তাদের বিয়ের গুজব নিয়ে কোনও মন্তব্য করেননি, পুলকিত একবার কৃতিকে বিয়ে করার পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন। এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমার ফান্ডা সহজ। যতক্ষণ আপনি সেরা বন্ধু হিসেবে আছেন জিনিসগুলি গোঠানো আছে। আপনাদের মধ্যে সবই বন্ধুত্বপূর্ণ। যখন বিয়ের কথা আসে, তখন তা কখনও কখনও দুটি ব্যক্তির মধ্যেকার এই সমীকরণটি পরিবর্তন করে দেয়। সুতরাং, সেরা বন্ধু হয়েই থাকুন না। কী চাপ?’
পুলকিতের প্রথম বিয়ে
পুলকিত বান্ধবী শ্বেতা রোহিরাকে ২০১৪ সালের ৩ নভেম্বর বিয়ে করেন। শ্বেতা ছিলেন অভিনেতা সালমান খানের ‘রাখি-সিস্টার’। অভিনেতার প্রথম সিনেমার প্রচারেও সলমন অংশ নিয়েছিলেন। তবে মাত্র ১ বছরেই, ২০১৫ সালের নভেম্বরে এই দম্পতি আলাদা হয়ে যান। এরপর পুলকিত ডেট করেন ইয়ামি গৌতমকে, সনম রে ছবিতে কাজ করেছিলেন তাঁরা একসঙ্গে। ২০১৮ সালে ভেঙেছিল এই সম্পর্কও। তারপর কৃতি খারবান্দার সঙ্গে প্রেম।
কাজের সূত্রে, পুলকিতকে সর্বশেষ গত বছর ফুকরে ৩ এবং মেড ইন হেভেন সিজন ২-এ দেখা গিয়েছিল। অন্যদিকে কৃতিকে সানি সিংয়ের সঙ্গে রিস্কি রোমিও ছবিতে দেখা যাবে।