Republic Day 2024: ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অক্ষয় কুমার, জুনিয়র এনটিআর, যশ, সুনীল শেট্টি-সহ আরও অনেক তারকা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য ভাগ করে নিলেন আন্তরিক শুভেচ্ছাবার্তা। যার মধ্যে দেখা গেল জর্ডনে ভারতের পতাকা উত্তোলন করলেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ।
অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা 'আমাদের মহান জাতির স্বাধীনতা, ঐক্য এবং বৈচিত্র্য' সম্পর্কে একটি বার্তা ভাগ করেছেন। বর্ষীয়ান অভিনেতা কমল হাসান লিখেছেন, ভারতীয় নাগরিক হিসেবে তিনি গর্বিত। মামুট্টি দিল্লির বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানের ছবির কোলাজ শেয়ার করে টুইট করেছেন, ‘শুভ প্রজাতন্ত্র দিবস’।
তবে বিশেষ করে নজর কাড়ল অভিনেতা অক্ষয় কুমারের সোশ্যাল মিডিয়া পোস্ট। যা দেখে যে কোনও ভারতীয়র গায়েই দেবে কাঁটা। বর্তমানে তিনি ও টাইগার শ্রফ রয়েছে জর্ডনে বড়ে মিঞা ছোটে মিঞা ছবির শ্যুটে। আর সেখানেই পালন করলেন প্রজাতন্ত্র দিবস। একটি ভিডিয়ো দিলেন খিলাড়ি কুমার সোশ্যালে। দেখা গেল দুজনে হাতে জাতীয় পতাকা নিয়ে দৌড়চ্ছেন। ব্র্যাকগ্রাউন্ডে বাজছে ‘বন্দেমাতরম’ সংগীত।
ভিডিয়োর ক্যাপশনে অক্ষয় লিখলেন, ‘নতুন ভারত, নতুন আত্মবিশ্বাস, নতুন দৃষ্টি... আমাদের সময় এসে গিয়েছে। শুভ প্রজাতন্ত্র দিবস। জয় হিন্দ...জয় ভারত।’
জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় বিশেষ ভাবে সক্ষম শিশুদের সঙ্গে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। টুইটারে বিগ বি লেখেন, ‘টি ৪৯০১ - হ্যাপি রিপাবলিক ডে।’
তেরঙ্গার ছবি শেয়ার করে দক্ষিণের অভিনেতা যশ টুইট করেছেন, ‘আমার সমস্ত সহকর্মীকে ভারতীয়দের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আসুন আমরা অতীতকে সম্মান করি, বর্তমানকে নিয়ে গর্ব করি এবং আরও উজ্জ্বল ভবিষ্যতের জন্য সংগ্রাম করি …’
প্রবীণ অভিনেতা কমল হাসান এক্স-এ (আগের টুইটার) তামিল ভাষায় লিখলেন, ‘ভারত তার প্রজাতন্ত্র হওয়ার ৭৫ তম বছর উদযাপন করছে, জনগণের দ্বারা, জনগণের জন্য সরকারের মহান গণতান্ত্রিক দর্শন বিশ্বের কাছে ঘোষণা করার অগ্রদূত আমরা। ভারতীয় নাগরিক হিসেবে হৃদয় গর্বিত। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।’
জাতীয় পতাকার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা সুনীল শেট্টি। এক্স-এ হিন্দিতে লিখেছেন, ‘বিশ্বের সমস্ত জায়গার মধ্যে আমাদের ভারত সেরা’।
অভিনেত্রী রিচা চাড্ডা লিখেছেন, ‘আমাদের অবশ্যই সংবিধান রক্ষা করতে হবে। আমরা এই স্বাধীনতার জন্য দীর্ঘ এবং কঠোর লড়াই করেছি ব্রিটিশদের বিরুদ্ধে! আমাদের স্বাধীনতার মূল্যবোধ সংবিধানে সন্নিবেশিত আছে! আমাদের অবশ্যই এটি রক্ষা করতে হবে। কারণ এটি আমাদের, সাধারণ নাগরিকদের রক্ষা করে। এজন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জয় হিন্দ।’
ভারতের ঐক্য নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ মালহোত্রা টুইটারে। তিনি লেখেন, ‘শুভ প্রজাতন্ত্র দিবস! আসুন আমরা আমাদের মহান জাতির স্বাধীনতা, ঐক্য এবং বৈচিত্র্য উদযাপন করি।’