সদ্যই মুক্তি পেয়েছে বগলা মামা যুগ যুগ জিও। ২৪ নভেম্বর বড় পর্দায় এসেছে এই ছবি। নাম ভূমিকায় আছেন খরাজ মুখোপাধ্যায়। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ঋদ্ধি সেন, দিতিপ্রিয়া রায়, প্রমুখ। সম্প্রতি ছবির প্রচারে এসে ঋদ্ধি এবং দিতিপ্রিয়া দুজনেই ট্রোলিং নিয়ে মুখ খুললেন।
ঋদ্ধি কী বললেন ট্রোলিং নিয়ে?
ঋদ্ধি এবং দিতিপ্রিয়াকে বর্তমানে বগলা মামা যুগ যুগ জিও ছবিতে দেখা যাচ্ছে। তাঁরা এই ছবিতে প্রেমী জুটি হিসেবে অভিনয় করেছেন। সেটার প্রচারে গিয়েই ফিভার এফএমে ঋদ্ধি ট্রোলিং নিয়ে মুখ খুললেন। বললেন, 'আমার তো বেশ মজা লাগে ট্রোল দেখতে। ট্রোল না হলেই বরং অদ্ভুত লাগে। মাঝে মধ্যে অনেক দিন ট্রোলিং না দেখলে আমি খোঁজ খবর নিই যে তাঁরা সবাই ঠিক আছেন তো। কোথায় গেলেন? আরে বাবা এটা তো তাঁদের কাজ, চাকরি। সকালবেলা ঘুম থেকে উঠে তাঁরা ট্রোল করতে বসে যান এটাই তাঁদের কাজ। মজা লাগে।' তিনি এদিন আরও একটি বিষয় নিয়ে মুখ খোলেন।
অনেকেই ঋদ্ধি সেনকে পাকা বলে ডাকেন। সেই প্রসঙ্গে ঋদ্ধি বলেন, 'আগে পরমদাকে সবাই পাকা পরম বলতো, এখন আমায়। ওই ধারাটা বয়ে নিয়ে যাচ্ছি আর কী।'
আরও পড়ুন: ৪০০ কোটির ক্লাবে প্রবেশ টাইগার ৩-এর, ১৩ দিনে বিশ্বজুড়ে কত আয় করল সলমনের ছবি?
আরও পড়ুন: ঋষি কৌশিকের চোখে ডুবে এক তরুণী, চিনতে পারলেন টলিউডের অভিনেত্রীকে?
ট্রোলিং নিয়ে কী বললে। দিতিপ্রিয়া?
একা ঋদ্ধি নন, এদিন দিতিপ্রিয়াও ট্রোলিং প্রসঙ্গে নিজের মতামত জানান। তিনি এদিন বলেন, 'আগে যখন ছোট ছিলাম তখন এসব দেখলে শুনলে খারাপ লাগত। এখন কিছু মনে হয় না। তবে আমার দুটো ডায়লগ নিয়ে খুব মিম হয়েছিল, বাবা মথুর তুমি এয়েচ এবং রক্কে করো নগুবীর। এখন মজা লাগে এসব দেখলে।'
বগলা মামা যুগ যুগ জিও
ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিটি ২৪ নভেম্বর মুক্তি পেয়েছে। রাজকুমার মৈত্রর তৈরি করা বগলা মামা কার্টুনের উপর ভিত্তি করে এই ছবি বানানো হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন, দিতিপ্রিয়া রায়, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রমুখ।