টাইগার ৩ ছবিটি পাঠান ছবির মতো একটার পর একটা রেকর্ড না ভাঙলেও ধীর গতিতে এর আয় বেড়ে চলেছে। বিশ্বজুড়ে বক্স অফিসে মোটের উপর ভালোই ব্যবসা করছে এই ছবি। সলমন খান অভিনীত এই ছবিটি ইতিমধ্যেই গোটা পৃথিবী জুড়ে ৪২৭ কোটি টাকা আয় করে ফেলেছে। এমনটাই যশরাজ ফিল্মসের তরফে জানানো হয়েছে।
টাইগার ৩ বিশ্বজুড়ে কত কালেকশন করল?
টাইগার ৩ ছবিটি গোটা পৃথিবী জুড়ে ৪০০ কোটির বেশি আয় করে ফেলেছে। সম্প্রতি এমনটাই জানানো হয়েছে যশরাজ ফিল্মসের তরফে। ৪০০ কোটির ক্লাবে ঢোকার পর টাইগার ৩ এর আয় সম্পর্কে একটি নতুন পোস্ট করা প্রযোজনা সংস্থার তরফে।
যশরাজ ফিল্মসের তরফে লেখা হয়, 'ভারতীয় ছবির ইতিহাসে দীপাবলির দিন মুক্তি পাওয়া সমস্ত ছবির মধ্যে সব থেকে বেশি আয় করা ছবি। বিশ্বজুড়ে এই ছবি ৪২৭ কোটি টাকা আয় করেছে। ভারতে এটি ৩১৬ কোটি টাকা আয় করেছে। ভারতের বাইরে ১১১ কোটি।'
আরও পড়ুন: মঞ্চে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, নেপাল কনসার্টের আগেই কী হল অরিজিতের?
আরও পড়ুন: মহাভারতের অর্জুনের দেখানো পথেই হাঁটতে চলেছেন রণদীপ! কোথায়-কবে বসছে বিয়ের আসর?
টাইগার ৩ প্রসঙ্গে
মণীশ শর্মা পরিচালিত এই ছবিটি গত ১২ নভেম্বর দীপাবলির দিন মুক্তি পেয়েছে। এই ছবিতে টাইগারের চরিত্রে ফের ধরা দিয়েছেন সলমন খান। সঙ্গে জোয়ার চরিত্রে আছেন ক্যাটরিনা কাইফ। মূল খলনায়কের চরিত্রে আছেন ইমরান হাশমি। এছাড়া আছেন বিশাল জেঠওয়া, রেবতী, কুমুদ মিশ্র, প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে শাহরুখ খান এবং হৃতিক রোশনকে। ছবিটি মুক্তি পাওয়ার দিন ভারতীয় বক্স অফিসে ৪৪.৫০ কোটি টাকা আয় করেছে।
টাইগার ফ্র্যাঞ্চাইজির এটি তৃতীয় ছবি। এর আগে এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায় মুক্তি পেয়েছে। এরপর এল টাইগার ৩। অন্যদিকে যশরাজ স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি এটি। এর আগে টাইগার ফ্র্যাঞ্চাইজির উল্লিখিত তিনটি ছবি ছাড়াও ওয়ার এবং পাঠান মুক্তি পেয়েছে এই স্পাই ইউনিভার্সের।