বাংলা নিউজ > বায়োস্কোপ > Ritabhari Chakraborty: একদিকে আবিরের সঙ্গে 'ফাটাফাটি'র মুক্তি নিয়ে চর্চা, তারই মাঝে প্রেম ভাঙল ঋতাভরীর!

Ritabhari Chakraborty: একদিকে আবিরের সঙ্গে 'ফাটাফাটি'র মুক্তি নিয়ে চর্চা, তারই মাঝে প্রেম ভাঙল ঋতাভরীর!

তথাগত ও ঋতাভরী

একসময় তথাগতর ছবি দিয়ে ঋতাভরী লিখছিলেন, ‘বাড়িতে তাঁর কাছে ফেরা যিনি তোমায় সবথেকে বেশি ভালোবাসেন। আমি মনে করি সেটাই পৃথিবীর সেরা অনুভূতি। আমি মনে করি, যাঁরা তাড়াহুড়ো করে শান্তি তাঁদের জন্য নয়। যে মানুষটা নিরাপদে ও খুশিতে রাখবেন, সেই মানুষটিকে খুজে বের করাই শান্তির।’

টলিপাড়ায় সম্পর্ক ভাঙগড়া কোনও নতুন ঘটনা নয়। তবে তারকাদের প্রেম-বিচ্ছেদ নিয়ে আম-আদমির আগ্রহ রয়েছে বৈকি। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর ছবি 'ফাটাফাটি' মুক্তির মুখে উঠে এলে তাঁর প্রেম ভাঙার গুঞ্জন। শোনা যাচ্ছে, চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋতাভরীর সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে।

শোনা গিয়েছিল, ঋতাভরীর সঙ্গে মনোবিদ তথাগত চট্টোপাধ্যায়ের আলাপ হয় তাঁর ক্লিনিকের উদ্বোধনে গিয়ে। গত লকডাউনের সময় জমে উঠেছিল তাঁদের বন্ধুত্ব। পরে ২০২১ অস্ত্রোপচারের সময় ঋতাভরী নাকি মানসিক অবসাদে ভূুগছিলেন। সেসময় নাকি অভিনেত্রীর পাশে ছিলেন তথাগত। আর তাই তাঁরা একে অপরের আরও কাছাকাছি আসেন। সেসময় শোনা গিয়েছিল ২০২১-এর ডিসেম্বরেই নাকি তাঁদের বিয়ে। পরে ঋতাভরী সাংবাদিকদের জানিয়েছিলেন, খুব শীঘ্রই তাঁরা বিয়ে করবেন। তথাগতর সঙ্গে নতুন সংসার পাতার জন্য অভিনেত্রী একসঙ্গে একটি বাড়িও কিনেছেন বলেও শোনা যায়। তাঁরা লিভ-ইন রিলেশনশিপে ছিলেন। প্রেমে থাকার সময় একসঙ্গে বিদেশে ঘুরতেও গিয়েছিলেন ঋতাভরী ও তথাগত।

আরও পড়ুন-'আমি অসুস্থ' জানিয়ে আদালতে গেলেন না শাকিব, জামিন পেলেন নায়কের প্রযোজক

<p>তথাগত ও ঋতাভরী</p>

তথাগত ও ঋতাভরী

একসময় তথাগতর ছবি দিয়ে ঋতাভরী লিখছিলেন, ‘বাড়িতে তাঁর কাছে ফেরা যিনি তোমায় সবথেকে বেশি ভালোবাসেন। আমি মনে করি সেটাই পৃথিবীর সেরা অনুভূতি। আমি মনে করি, যাঁরা তাড়াহুড়ো করে শান্তি তাঁদের জন্য নয়। যে মানুষটা নিরাপদে ও খুশিতে রাখবেন, সেই মানুষটিকে খুজে বের করাই শান্তির।’

কিন্তু নাহ, ঋতাভরী ও তথাগত আর শান্তিতে নেই, তাঁদের এ সম্পর্কও এগোল না বলেই খবর। টলিপাড়ায় গুঞ্জন, ছেলের পরিবারই নাকি তথাগতর সঙ্গে ঋতাভরীর বিয়ে নিয়ে বেঁকে বসেছে। ছেলের বাবার বড় ব্যবসা। তাঁরা নায়িকার সঙ্গে তথাগতর প্রেম নাকি ভালো চোখে দেখছেন না। এদিকে সাম্প্রতিক সময়ে ঋতাভরীও বেশ ব্যস্ত, আর তাই দুজনের মধ্যে দূরত্ব বেড়েছে। বেশ কয়েকমাস হল ঋতাভরীর সঙ্গে আর দেখা যাচ্ছে না মনোবিদ তথাগত চট্টোপাধ্যায়কে। আর সেকারণেই তাঁদের প্রেম ভাঙার জল্পনা বেড়েছে।

এদিকে খুব শীঘ্রই আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে 'ফাটাফাটি' ছবিতে প্লাস সাইজ মডেলের ভূমিকায় দেখা যাবে ঋতাভরীকে।

আরও পড়ুন-(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন