বাংলা নিউজ > বায়োস্কোপ > ভালো কাজ করার কারণ রোহিত, জন্মদিনে 'অ্যাকশন ভরপুর' শুভেচ্ছা জানালেন অক্ষয়-অজয়

ভালো কাজ করার কারণ রোহিত, জন্মদিনে 'অ্যাকশন ভরপুর' শুভেচ্ছা জানালেন অক্ষয়-অজয়

রোহিত শেট্টিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয়, অজয়-রা।

আজ রোহিত শেট্টির জন্মদিন।১৪ মার্চ ৪৯-এ পড়লেন এই প্রখ্যাত বলি-পরিচালক।

আজ রোহিত শেট্টির জন্মদিন। ১৪ মার্চ ৪৯-এ পড়লেন প্রখ্যাত বলি-পরিচালক রোহিত শেট্টি। বর্তমান প্রজন্মের বলিউডের অন্যতম সুপারহিট পরিচালক তিনি। তাঁর পরিচালিত ছবিই মানেই বক্স অফিসের ১০০ কোটি ক্লাবের নয়া সদস্য। তাঁর ছবির জন্য মুখিয়ে থেকেন দর্শক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির তাবড় তাবড় সব তারকারা। জমাদিনে 'হিট মেশিন'-কে শুভেচ্ছা জানিয়েছেন রোহিতের বহু বছরের বন্ধু তথা বলি-তারকা অজয় দেবগণ ও অক্ষয় কুমার। তালিকায় রয়েছেন করিনা কাপুর-এর মতো বলি-অভিনেত্রীও।

কেরিয়ারের প্রথম থেকেই অজয়ের সঙ্গে দারুণ বন্ধুত্ব রোহিতের। অজয়ের বিভিন্ন ছবিতে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করার পর পরিচালকের আসনে যেদিন বসেছিলেন রোহিত, তাঁর সেই ডেবিউ ছবি 'জমিন'-এর প্রধান নায়ক ছিলেন অজয় দেবগণ-ই। এরপর ২০১১ সালে রোহিতের পরিচালনায় 'সিংঘম' ছবিতেও কাজ করেন অজয়। বাকিটা ইতিহাস। ইনস্টাগ্রামে রোহিত-এর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে 'বার্থডে বয়'-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে 'সিংঘম' লিখেছেন, 'যতবারই তোর সঙ্গে কাজ করেছি, আরও ভালো কিছু করার জন্য উজ্জীবিত হয়েছি। শুভ জন্মদিন, বন্ধু।'

মন কেড়েছে অক্ষয়ের পোস্টও। 'অ্যাকশন ভরপুর' শুভেচ্ছা জানিয়ে 'খিলাড়ি' লিখছেন,তাঁর সঙ্গে রোহিতের বন্ধুত্ব জমাটি হতে একদম বেশি সময় খরচ হয়নি। কারণ তাঁদের মধ্যে একটি দারুণ মিল রয়েছে। সেটি হল, তাঁরা দু'জনেই অ্যাকশন ব্যাপারটির ভারি ভক্ত।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রোহিতের সঙ্গে ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন করিনা কাপুর-ও। 'বেবো' জানিয়েছেন তাঁর কাছে রোহিত-ই সেরা পরিচালক।

রোহিতের জন্য করিনার সেই পোস্ট।
রোহিতের জন্য করিনার সেই পোস্ট।

প্রসঙ্গত, রোহিতের পরিচালনায় একাধিক ছবিতে কাজ করেছেন অজয়, 'গোলমাল' সিরিজের ছবিতে কাজ করেছেন করিনা ও 'সূর্যবংশী' ছবিতে নায়ক হিসেবে দেখা গিয়েছিল অক্ষয়-কে।

বন্ধ করুন