স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক রোশনাই। এদিন প্রকাশ্যে এল নতুন প্রোমো। নতুন রূপে ধরা দিলেন শন বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্কা গোস্বামী। গল্পে উঠে আসবে কোন কাহিনি?
রোশনাই প্রোমো
রবিবার, ৭ এপ্রিল প্রকাশ্যে এল রোশনাই ধারাবাহিকের নতুন প্রোমো। আর সেখানেই নতুন রূপে, নতুন চরিত্রে ধরা দিলেন অনুষ্কা এবং শন। রোশনাই ধারাবাহিকের ঝলকে দেখা গেল অনুষ্কা ওরফে রোশনাই বেনারসের খ্যাতনামা নৃত্যশিল্পী। তাঁর নাচের ছন্দে মজে সকলে। কিন্তু তাঁরা অর্থাৎ রোশনাইয়ের মা এবং তিনি একজনের বাড়িতে আশ্রিত। রোশনাই নায়কের বাড়িতে কাজ করে। সব জায়গায় সে অবহেলিত। তাঁকে এবং তাঁর মাকে সহ্য করতে হয় অকথ্য অত্যাচার। রোশনাই ঠিক করে নেয় সমস্ত অপমানের বদলা নেবেন তিনি।
অন্যদিকে দেখা যায় প্রেমিকাকে নিয়ে বাড়ি আসে শন। বাড়ির লোক খুশি হলেও খুশি হয় না রোশনাই। মনে পড়ে পুরনো কথা। কোনও এক সময়, কোনও এক পরিস্থিতিতে যে শনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। এবার? কোন দিকে মোড় নেবে তাঁদের জীবন? কী হয়েছিল অতীতে? সে সব গল্পই দেখা যাবে এখানে।
আরও পড়ুন: 'এতে ভুল কী আছে? স্রেফ সময় নষ্ট' নেপোটিজম বিতর্কে নাম না করেই করণের পাশে রোহিত! বললেন বিতর্কটাই 'অনর্থক'
রোশনাই সম্পর্কে
রোশনাই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকবেন শন এবং অনুষ্কা। প্রোমোতে নেতিবাচক চরিত্রে দেখা গেল রেশমি সেন এবং উষসী চক্রবর্তী, প্রমুখকে। জানা গিয়েছে এখানে মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখও থাকবে। লাভ বিয়ে আজকাল ধারাবাহিকের জায়গায় আসছে এই নতুন মেগা। আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে সম্প্রচার। রাত সাড়ে ৮টায় দেখা যাবে এই মেগা। অনেকেই এই মেগার প্রোমো দেখে দাবি করেছেন যে এটি হিন্দি ধারাবাহিক ঝনকের রিমেক।