বাংলা নিউজ > বায়োস্কোপ > Suman-Roshni: ‘পরকীয়া’ হাতেনাতে ধরে ফেলে বান্ধবী! সুমন দে-র সঙ্গেই প্রেম করছেন রোশনি?

Suman-Roshni: ‘পরকীয়া’ হাতেনাতে ধরে ফেলে বান্ধবী! সুমন দে-র সঙ্গেই প্রেম করছেন রোশনি?

প্রেম করছেন সুমন আর রোশনি?

চলতি বছরের শুরুতেই বিয়ে ভাঙে সুমনের। সুরভি সান্যাল অভিযোগ আনেন ‘পরকিয়া’র। বছর ঘুরতে না ঘুরতেই রোশনি তন্বী ভট্টাচার্যের প্রেমে অভিনেতা? 

টলিউডে কত কী না ঘটে! সব কি আর কানে আসে। তবুও যেটুকু আসে কানে সেটাই বড় খবর হয়ে যায়। আর তাতে যদি আবার ‘পরকীয়া’র মশলা থাকে তাহলে তো কোনও কথাই নেই। চলতি বছরের শুরুতেই শোনা যায়, টেলিভিশনের জুটি সুমন দে আর সুরভি সান্যালের বিয়ে নাকি ভেঙে গিয়েছে। ঘটা করে দিদি নম্বর ১-এ এসে প্রেমে শিলমোহর দিয়ে গিয়েছিলেন। আর তারপরই সুমনকে অন্য মেয়ের সঙ্গে ধরে ফেলেন হাতেনাতে। ফলে আর কী, ভেঙে যায় বিয়েটা। আর এখন সেই সুমনের সঙ্গে প্রেমের খবর মিলছে আরও এক টিভি সুন্দরী রোশনি তন্বী ভট্টাচার্যের।

উত্তরবঙ্গের বাসিন্দা সুরভি আর সুমন। ফলত কলকাতাতে একসঙ্গেই করতেন তাঁরা লিব ইন। দুই পরিবারের তরফে বিয়ের কথাও হয়ে গিয়েছিল। ২০২৩-এর শেষে বা ২০২৪-এর শুরুতেই হওয়ার কথা ছিল শুভকাজ। তবে ২০২৩ সালের জানুয়ারি মাসেই বিয়ে ভেঙে যায়। ফ্ল্যাটে সুমনকে অন্য মহিলার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন সুরভী।

সুমনের কাছ থেকে আসা ‘ধোকা’ প্রকাশ্যেই সকলকে জানিয়েছিলেন সুরভি। প্রেমিকের এমন ব্যবহারে মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানিয়েছিলেন। তাঁর কথায়, ‘ওই রাতের কথা আমি ভুলতে পারছি না, এখন রোজ রাতে ঘুমের ওষুধ খেতে হচ্ছে’। যদিও সুমন কোনওদিনই মুখ খোলেননি এই ব্যপারে। সুরভিকে নিয়ে প্রশ্ন করলেই বলে এসেছেন, ‘সুরভী খুব ভালো মেয়ে। আমি সবসময় চাই ওর ভালো হোক।’

আপাতত সুমন আর রোশনির প্রেমের খবর মিলছে। দুজনে একসঙ্গে কাজ করেছিলেন ‘তুমি যে আমার মা’ ধারাবাহিকে। সুমন কেন্দ্রীয় চরিত্রে থাকলেও, রোশনি ছিলেন এই ধারাবাহিকের ভিলেন। কতটা সত্যতা রয়েছে এই জল্পনায়। আনন্দবাজারকে অভিনেত্রী জানানলেন, ‘পুরোটাই রটনা। আমরা মোটেও প্রেম করছি না। জানি না কারা এসব ছড়াচ্ছে। সুমনকে আমি আগে থেকে চিনি। ও একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। তাই বন্ধু হিসেবে ওর পাশে ছিলাম। এর থেকে বেশি কিছু নয়।’

‘তুমি যে আমার মা’, ‘নকশি কাঁথা’ ধারাবাহিকে কাজ করেছেন সুমন। ‘হৃদয়হরণ বিএ পাশ’ সিরিয়ালে নায়িকা চরিত্র হিসেবে সকলের মন কেড়েছিলেন রোশনি। তবে তারপর সোজা খলনায়িকা ‘তুমি যে আমার মা’-তে। আর এখন লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন সিরিয়াল ‘বাদল শেষের পাখি’-তেও দেখা যাবে তাঁকে। এখানেও নেগেটিভ রোলেই।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

কেন পালন করা হয় বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস? এই দিনটির গুরুত্ব কী আজ হাওড়া-গয়া বন্দে ভারতের সূচনা! কোন স্টেশনে কখন দাঁড়াবে? রইল পুরো টাইমটেবিল ‘টালার সুস্থ ওসিকে ভরতি নেয়নি কেন? হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশনের নিদান দেন মমতা প্রথম বন্দে মেট্রো চালু সোমে! কোন রুটে? লোকাল ট্রেনের মতো টিকিট, স্পিড ১১০ কিমি! ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল ৬ জেলায় ভারী বৃষ্টি রবিতে, সতর্কতা ৯টিতে, বিশ্বকর্মা পুজোয় ভাসাবে নিম্নচাপ? ‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.