তৃতীয়বারের জন্য বিয়ে করলেন কাঞ্চন মল্লিক। আগামী মার্চ মাসে সোশ্যাল ম্যারেজ করবেন, যদিও ইতিমধ্যেই খাতায় কলমে শ্রীময়ী চট্টরাজকে বিয়েটা সেরেই ফেলছেন তিনি। বন্ধুর বিয়ের এই খবর পেয়েই কী বললেন রুদ্রনীল ঘোষ?
রুদ্রনীল ঘোষ কী বললেন কাঞ্চন মল্লিকের বিয়ে নিয়ে?
কাঞ্চন মল্লিক এবং রুদ্রনীল ঘোষ যেন একেবারে হরিহর আত্মা। তাঁদের রাজনৈতিক মতাদর্শ না মিললেও এমনিতে ভীষণই গলায় গলায় ভাব তাঁদের। একজন ইতিমধ্যেই তিন বার বিয়ে সেরেছেন, আরেকজন এখনও অবিবাহিত। এমন অবস্থায় বন্ধু কাঞ্চনের বিয়ে নিয়ে মুখ খুললেন রুদ্রনীল ঘোষ।
আরও পড়ুন: অপেক্ষার অবসান, মার্চেই ছাদনাতলায় যাচ্ছেন কৃতি-পুলকিত, তারিখ কবে পাকা হল?
রুদ্রনীল ঘোষ এদিন কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে নিয়ে টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'নিজের মতো বাঁচার অধিকার সবার আছে, আর এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই ও কার সঙ্গে থাকবে, কাকে বিয়ে করবে সেটা ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার। ও না কাউকে হিংসা করেছে, না কারও ক্ষতি করেছে। এমনকি নিজের আখের পর্যন্ত গোছাননি তিনি। এমনকি ও কষ্ট পেলেও আমাদের দু তিনজন ছাড়া কারও সামনেই কষ্ট প্রকাশ করেনি।'
তিনি এদিন আরও বলেন, 'কাঞ্চন নতুন সফর যার সঙ্গে যেভাবে শুরু করল তাতে যেন ও ভালো থাকে। মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ থাকে। এটাই চাই আমি।' তবে এখনও বন্ধুকে ব্যক্তিগত ভাবে শুভেচ্ছা জানাতে পারেননি তিনি রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার দরুন।
আরও পড়ুন: ‘বড়লোকের বিটি লো’ গাইতে গাইতে জমিয়ে নাচ পদ্মশ্রী রতন কাহারের, যোগ্য সঙ্গত তিমির-শিলাজিৎ-জয়জিতের
কাঞ্চন এবং শ্রীময়ীর প্রসঙ্গে
কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ দীর্ঘদিন একসঙ্গে আছেন। তাঁদের মধ্যে বয়সের বিস্তর ফারাক। একজন ৫০ পেরিয়েছেন। একজনের বয়স ৩০ এর কম। তবে সেসব তাঁদের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ায়নি কখনও। ইতিমধ্যেই তাঁরা আইনি বিয়ে সেরেছেন। ১৪ ফেব্রুয়ারি কাগুজে বিয়ে সেরে ফেলেছেন শ্রীময়ী এবং কাঞ্চন। আগামী মাসে অর্থাৎ মার্চের ৬ তারিখ তাঁদের সোশ্যাল ম্যারেজ। বর্তমানে সেটা নিয়েই ব্যস্ত দুজনে। চলছে জোর কদমে প্রস্তুতি।