বাংলা নিউজ > বায়োস্কোপ > Ratan Kahar-Shilajit: ‘বড়লোকের বিটি লো’ গাইতে গাইতে জমিয়ে নাচ পদ্মশ্রী রতন কাহারের, যোগ্য সঙ্গত তিমির-শিলাজিৎ-জয়জিতের

Ratan Kahar-Shilajit: ‘বড়লোকের বিটি লো’ গাইতে গাইতে জমিয়ে নাচ পদ্মশ্রী রতন কাহারের, যোগ্য সঙ্গত তিমির-শিলাজিৎ-জয়জিতের

বড়লোকের বিটি লো গাইতে গাইতে জমিয়ে নাচ পদ্মশ্রী রতন কাহারের

Ratan Kahar-Timir-Shilajit: একই সঙ্গে একই মঞ্চে গান গাইলেন রতন কাহার, তিমির বিশ্বাস এবং শিলাজিৎ। সঙ্গে ছিলেন দেবদীপ মুখোপাধ্যায়ও।

এবারের পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন বাংলার লোকগান শিল্পী রতন কাহার। বড়লোকের বিটি লো গানের স্রষ্টা এই পুরস্কার পাওয়ায় খুশি আপামর বাঙালি। এদিন তাঁর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করতে দেখা গেল তিমির বিশ্বাসের ফকিরা ব্যান্ড, শিলাজিৎকে।

একই সঙ্গে মঞ্চে রতন কাহার, তিমির বিশ্বাস, শিলাজিৎ

এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি দর্শকাশনে বসে উপভোগ করেন গোটা অনুষ্ঠানটা। একই সঙ্গে সেখানে বসেই গায়কদের গলা মেলান। আবার করেন ভিডিয়োও। তিনিই সম্প্রতি সেই অনুষ্ঠানে একটি ছোট্ট ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানেই একই মঞ্চে রতন কাহারের সঙ্গে বড়লোকের বিটি লো গানটি গাইতে দেখা যাচ্ছে তিমির বিশ্বাসের ফকিরা ব্যান্ড, শিলাজিৎ মজুমদারকে।

আরও পড়ুন: অনলাইনে পড়াতে গিয়ে স্ক্যামের কবলে দেবশ্রী! কেমন হল কেমিস্ট্রি মাসি?

আরও পড়ুন: দেবের হাত ছেড়ে জিতের সঙ্গে জুটি! নতুন ছবিতে মুখ বদলাচ্ছেন 'প্রধান' প্রযোজক অতনু?

গানটি গাইতে গাইতে রতন কাহারকে স্বভাবসিদ্ধ ভাবেই জমিয়ে নাচতে দেখা যায়। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দেন শিলাজিৎ। মাঝে মাঝে জয় গুরু বলে চেঁচিয়েও ওঠেন। বাদ্যযন্ত্র বাজাতে তাঁদের সঙ্গে গান তিমির বিশ্বাসও। নেপথ্যে শোনা যায় জয়জিতের কণ্ঠও।

এই ভিডিয়োটি পোস্ট করে জয়জিৎ লেখেন, 'পদ্মশ্রী রতন কাহার। সঙ্গে শিলাজিৎ দা এবং ফকিরা। ভিডিয়ো করেছি আমি।' এই ভিডিয়োটি বর্তমানে ৪ লাখের বেশি বার দেখা হয়েছে একদিনেই। পেয়েছে বহু কমেন্ট। শেয়ার হয়েছে কয়েক হাজার বার।

আরও পড়ুন: 'জোর হাত করে কেঁদে ফেলি', একাধিক নায়িকার সঙ্গে সম্পর্ক, 'লেডি কিলার' দীপঙ্কর প্রোপজ করতেই ভয় পান দোলন!

আরও পড়ুন: 'এমা প্যান্ট পরেনি...' শুধু টপ পরে তোপের মুখে সোহিনী! তুলোধনা করে কী বলছে নেটপাড়া?

কে কী বলছেন?

এক ব্যক্তি এদিন জয়জিতের পোস্টে লেখেন, 'পদ্মশ্রী পাওয়ার আগে রতন যে কত মূল্যবান বোঝা যায়নি। এখন ওঁর মূল্যবান লোকসঙ্গীতগুলি নিয়ে একটি অর্কাইভ তৈরি হোক। সঙ্গে থাক ওঁর দারিদ্র্যপীড়িত জীবনযাপনের কথা! উনি দেখে যান। তাহলেই আপামর বাঙালির বুক ভরে যাবে।' আরেকজন লেখেন, 'আমাদের দেশে স্বীকৃতি আর সম্মান পেতে বড় দেরি হয়ে যায়!' কেউ আবার বাদশাকে কটাক্ষ করে লেখেন, 'শিলাজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ বাদশার বাদশাগিরি থেকে নামিয়ে সত্যকে জয়ের সঠিক পথ দেখানোর জন্যে। এভাবেই সত্যের পথে থাকুন। ভালো থাকুন আজীবন শিলাজিৎ দা।' চতুর্থ ব্যক্তির মতে, 'পুরস্কার পাওয়ার পর আনন্দ অনুষ্ঠান, অসাধারণ। আগে হলে বোধহয় গায়ক লেখকের আরও ভালো লাগত। শ্রদ্ধেয় রতন বাবু সৃষ্টিকর্তার আর্শীবাদে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময়ের কাছে এই প্রার্থনা করি।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

৯৮ শতাংশই মুসলিম, কাশ্মীরের সেই গুরেজে ভালো ভোট পেল BJP, হিসেব দিলেন অমিত মালব্য খয়রাশোল বিস্ফোরণে NIA তদন্ত চেয়ে জনস্বার্থ মামলার অনুমতি দিল হাইকোর্ট দুর্গাপুজোর প্রাক্কালে জামিন পেলেন তাপস মণ্ডল, ৫৯৫ দিন জেলে ছিলেন মানিক ঘনিষ্ঠ বিজেপির প্রাক্তন জোটসঙ্গী হওয়ার খেসারত? ২৫ বছরের ইতিহাসে সবথেকে খারাপ ফল পিডিপির মুলতান টেস্টে ইংরেজ বোলারদের নাস্তানাবুদ পাক দলের! পিচ দেখে খচে বোম পিটারসেন-ভন হরিয়ানার ভোটে 'বাজিগর' বিজেপি, নেপথ্যে ধর্মেন্দ্র এবং এক বাঙালি জম্মু ও কাশ্মীরে মুখ থুবড়ে পড়ল BJP, উপত্যকায় কোন কাঁটায় বিদ্ধ পদ্ম? NC-কংগ্রেস ঝড়ে বিজেপি সভাপতিরও হার জম্মু-কশ্মীরে, কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? Health Tips: পুজোর মরসুমে হঠাৎ অসুস্থতার হাত থেকে বাঁচাবে এই সবুজ ফল ‘দেখ কেমন লাগে…’, RG Kar-এর সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা, সমর্থন কিঞ্জল-শ্রীলেখার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.