বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি জানিয়েছিলেন ২০১৮ সালে নাকি তাঁকে বিয়ে করেছিলেন সেদেশের বিখ্যাত অভিনেতা শাকিব খান। তাঁর কথা অনুযায়ী ২০১৮ এর ২০ জুলাই তাঁদের নিয়ে হয়েছিল। এরপর তাঁদের সংসার আলো করে ২০২০ আসে তাঁদের সন্তান শেহজাদ খান বীর। কিন্তু ছেলের জন্মের কথাও পর্যন্ত তাঁরা প্রকাশ্যে আনেননি। দুই বছর পর ২০২২ সালে বীরের বিষয়ে তাঁরা জানান সকলকে। এরপরই আচমকা বুবলির সঙ্গে সম্পর্ককে অবৈধ বলে ঘোষণা করেন শাকিব । এরপর চলে বিস্তর জলঘোলা। চলে টানাপোড়েন। দোষারোপ, পাল্টা দোষারোপের পালাও। তবে কালের নিয়মে এই বিতর্ক চাপা পড়ে যায়। কিন্তু সম্প্রতি শাকিবকে নিয়ে একটি ইভেন্টে বুবলি যা বলেছেন তাতে ফের উসকে গিয়েছে জল্পনা। তবে কি আবারও জোড়া লাগছে তাঁদের সম্পর্ক?
শাকিবকে নিয়ে কী বললেন বুবলি?
ঢালিউডের পর এবার টলিউডে ডেবিউ করতে চলেছেন শাকিব খান। তিনি ফ্ল্যাশব্যাক ছবির মাধ্যমে এপার বাংলার বিনোদন জগতে পা রাখতে চলেছেন। এখানে সেই ছবির প্রচারে এসেই বুবলি জানালেন যে তিনি শাকিব খানের থেকে এই ছবির বিষয়ে কোনও টিপস পেয়েছেন কিনা।
আরও পড়ুন: 'যবে থেকে তেলুগুর রিমেক বানাচ্ছে...' নিম্নমানের ছবি বানাচ্ছেন বাঙালিরা! টলিউড নিয়ে তোপ অনুরাগের
আরও পড়ুন: 'ঘর থেকে পেট ভরে খেয়ে যাও যাতে...' ইভেন্টে গিয়ে আধপেটা খেয়ে থাকতে হয়! কেন এমনটা বললেন সুস্মিতা?
সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শবনম বুবলি জানান, 'ওর (শাকিব খান) হাত ধরেই আমার সিনেমার কেরিয়ার শুরু হয়েছে। এই ইন্ডাস্ট্রিতে আসা ওর জন্যই। ও আমায় অনেক কিছুই শিখিয়েছে, দেখিয়েছে। আমরা একসঙ্গে পাঁচ বছর কাজ করেছি। আর আমরা এখন একই পরিবারের অংশ, ফলে ভালোবাসা আর শুভেচ্ছা তো থাকেই সবসময়।'
এখান থেকেই উসকে গিয়েছে জল্পনা। তবে কি আবারও কাছাকাছি আসছেন শাকিব এবং বুবলি। মাঝে তাঁর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় ফের প্রাক্তন অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ভালো হয়। তাঁরা কাছাকাছি আসেন। কিন্তু এর মাঝে কি সমীকরণ আবারও বদলেছে? সেটা সময়ই বলবে।
আরও পড়ুন: 'প্রস্তুতি চলছে...' মায়ের দেখানো পথে হেঁটেই বলিউডে পা রাখছেন রেনে! কোন ছবিতে দেখা যাবে সুস্মিতা কন্যাকে?
আরও পড়ুন: কাজের ফাঁকে শাহরুখকে উত্তেজিত করার চেষ্টা কাজলের! আচমকাই ভাইরাল কভি খুশি কভি গমের ডিলিট হওয়া সিন
তবে আপাতত শাকিব খান বিদেশে রাজকুমার ছবির শুটিংয়ে ব্যস্ত। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি দরদের পোস্টার।