কিছুদিন আগে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিলেন পঙ্কজ ত্রিপাঠীর বোন এবং ভগ্নিপতি। সেই দুর্ঘটনাতে প্রাণ হারান অভিনেতার জামাইবাবু। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর বোন সবিতা, চলছে চিকিৎসা। ধানবাদের নিরসায় তাঁরা এই দুর্ঘটনার শিকার হন। এবার সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এল।
প্রকাশ্যে পঙ্কজ ত্রিপাঠীর বোনের গাড়ির দুর্ঘটনার সিসিটিভি
সেই ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মারা যান রাকেশ তিওয়ারি। অন্যদিকে গুরুতর আহত বোন সবিতা। আশঙ্কাজনক অবস্থায় তাঁর। মাথায় চোট লেগেছে তাঁর। ধানবাদের SNMMCH বা শহিদ নির্মল মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে অভিনেতার বোনের। আপাতত এসএনসিইউতে ভর্তি তিনি। সেদিন গাড়ি করে রাকেশ এবং সবিতা বিহারের গোপালগঞ্জ থেকে কলকাতা আসছিলেন। তখনই বিকেল তিনটে, সাড়ে তিনটার দিকে ধানবাদের নিরসায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ন্যাশনাল হাইওয়ে ১৯ মানে জিটি রোডে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।
কী দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে?
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে নিরসা মার্কেট চকে পৌঁছানোর কিছু আগে তাদের দুরন্ত গতিতে চলা গাড়িটি (WB44D-2899) সজোরে এসে একটি ডিভাইডারে ধাক্কা মারে। এই ধাক্কার ফলে গাড়িটি দুমরে মুচড়ে যায় এবং গাড়ির সামনের অংশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়।
আরও পড়ুন: সাধ খেলেন নাতাশা, বেবি বাম্প আগলে বরুণের সঙ্গে কাটলেন বিশেষ থিমের কেক! কবে আসছে সন্তান?
আরও পড়ুন: সফল ক্রিকেটার, ক্রীড়া প্রশাসক হয়েও 'নিজের বাড়ি'তে থাকেন না সৌরভ! দাদাগিরিতে বললেন, 'আমিও আমার...'
এদিন দুর্ঘটনাটি ঘটার পরই দ্রুত রাকেশ এবং সবিতাকে সেখান থেকে উদ্ধার করা হয়। এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রাকেশ তিওয়ারিকে মৃত বলে ঘোষণা করা হয়।