আর মাত্র দুদিন। ২৫ জানুয়ারি ৫০ বছরে পা দেবেন রূপম ইসলাম। তার ঠিক কদিন আগেই বড়সড় বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এবার সেই বিতর্ক থেকে শুরু করে বাংলা রকের ভবিষ্যৎ, সবটা নিয়েই নিজের মতামত জানালেন।
সম্প্রতি বর্তমানকে দেওয়া একটি সাক্ষাৎকারে রূপম ইসলাম সদ্য ঘটে যাওয়া বিতর্ক নিয়ে জানান, 'স্পেস চাই। কোনও পক্ষের পক্ষে থাকতে পারছি না। সেলিব্রিটি সত্তা নিয়ে রক পারফরমেন্স করা যায় না। যদি এটা কেউ কখনও করে থাকেন তাহলে তিনি রক পারফর্মার নন। আসলে রকশিল্পীদের আত্মনিয়ন্ত্রণ করা চলে না, তাঁকে উদ্দাম উদ্ধত হতে হবে। এটা পড়াশোনা করলেই জানা যাবে। আমি যখন মঞ্চে উঠি তখন সেলিব্রিটির খোলস ছেড়ে দিই, আবার নেমে সেটা পড়ি। কিন্তু ওই খোলস পরতে কিছু সময় লাগে, সেই সময়টাই ওইদিন পাইনি। সেদিন আমার নিশ্বাস বন্ধ হয়ে আসছিল, ফিসফিস করে কথা বলছিলাম। অনেকে অনেক কথা শোনাচ্ছিলেন। কই কেউ তো সেটার বিরোধিতা করেননি। রুখে দাঁড়াননি। আমার স্ত্রী গিয়ে বুঝিয়েছিল, তবুও চিৎকার থামেনি তাই আমি রুখে দাঁড়িয়েছি। প্রতিবাদ করেছি। এরপরও নিষ্ঠুর মানুষগুলো আমাকে অপমান করতে ছাড়েনি।' তিনি এদিন এই বিষয়ে আরও বলেন, 'নিশ্বাস বন্ধ হয়ে না এলে সেদিনও ওদের জড়িয়ে ধরে ছবি তুলতাম। কিন্তু তখন পারছিলাম না। তার মধ্যে চিৎকার করে বলে যাচ্ছে ওরা আমার ফ্যান, ফ্যান হলে এটা কেউ পারে? প্রতিবাদ করেছি।'
আরও পড়ুন: যাওয়া হয়নি অযোধ্যায়, বাড়ি বসেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা উদযাপন কিয়ারা-দীপিকার, করলেন কী কী?
আরও পড়ুন: রয়েছে আমন্ত্রণ, তবুও রণবীর-আলিয়াকে রামমন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয় প্রথমে! কেন?
কিন্তু রূপমকে নিয়ে হামেশাই যে গুজব শোনা যায় যে তিনি অহংকারী, এটা কি সত্যি? এই বিষয়ে রকস্টার বলেন, 'যাঁরা আমার সঙ্গে মিশেছেন তাঁরা আর আমার নিন্দুক থাকতে পারেননি। আমি অন্তর্মুখী। তাই আমার সঙ্গে না মিশলে, আমার শিল্প নিয়ে চর্চা না করলে আমায় চেনা যাবে না। যাঁরা আমার গান শুনেছেন, লেখা পড়েছেন তাঁরা কেউই আমায় অহংকারী ভাবেন না। কিন্তু আমি ভনিতা না করেই কথা বলতে পছন্দ করি।'
আরও পড়ুন: দিদির গায়ে গা ঘেঁষে বসে একরত্তি, চিনতে পারলেন এই বলিউড তারকাকে?
বাংলায় রকস্টার বলতে সকলে একটাই নাম বোঝেন, রূপম ইসলাম। কিন্তু তার পর কে এই দায়িত্ব কাঁধে তুলে নেবেন? এই বিষয়ে তিনি জানান, 'আমি বাংলার রক আকাদেমি গড়ে তুলতে চাই। কিন্তু এটা ব্যয়বহুল। একার পক্ষে সেটা করা সম্ভব নয়। তবে শেখাবার সুযোগ পেলে আমি তরুণ প্রজন্মকে রক সঙ্গীতের দর্শনের পাঠ দেব। প্রতিভা আর পরিশ্রমের কথা তরুণরা জানেন।'