দীর্ঘ প্রতীক্ষার অবসান। বহু বছর ধরে চুটিয়ে প্রেম করার পর অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায়। রাতুল অভিনেত্রীর থেকে ৬ বছরের ছোট। তাঁদের সম্পর্ক নিয়ে নানা সময়, নানা মানুষ কটাক্ষ করেছেন। তবুও সেসব কিছুই থামাতে পারেনি তাঁদেরকে। এবার ছেলেকে সঙ্গে নিয়েই রাতুলের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন রূপাঞ্জনা। ১৯ এপ্রিল তাঁদের বিয়ে। তার ঠিক একদিন আগে সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন অভিনেত্রী?
বিয়ের আগের দিন কী লিখলেন রূপাঞ্জনা?
বিয়ের বেশ কয়েকদিন আগে থেকেই জোড়ায় আইবুড়োভাত খাচ্ছিলেন রূপাঞ্জনা এবং রাতুল। বিয়ের ঠিক আগের দিন রীতি মেনে হল শেষ আইবুড়োভাত। সেখানে রাতুলকে পাশে নিয়েই খেতে দেখা গেল অভিনেত্রীকে। মেনুতে ছিল ভরপুর বাঙালিয়ানা। ছিল পোলাও, ৭ রকম ভাজা, ডাল , মাংস, মাছ, চাটনি, মিষ্টি, ইত্যাদি। তাঁদের সঙ্গে এক ফ্রেমে দেখা যায় তাঁদের বন্ধু এবং রূপাঞ্জনার ছেলেকে।
আরও পড়ুন: 'আমি তো সংসার করছিই...' করেননি বিয়ে, তাও কেন এমনটা জানালেন মিমি?
এই ছবিগুলো পোস্ট করে রূপাঞ্জনা লেখেন, 'আমাদের বিয়ের ঠিক আগের দিন সন্ধ্যায় আমাদের ঘিরে রইল আমাদের কাছের বন্ধুরা। আনন্দ আর কৃতজ্ঞতায় আমাদের মন ভরে উঠছে। আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। ধন্যবাদ আমাদের সঙ্গে উদযাপনে সামিল হওয়ার জন্য, আমাদের আনন্দে পাশে থাকার জন্য। চিরকালের গল্প শুরুর ঠিক মুখে দাঁড়িয়ে আমরা।'
তিনি আরও লেখেন, 'এই বিশেষ দিনে আমরা আমাদের বন্ধুদের উপস্থিতিতে সকলের সঙ্গে আমাদের ভালোবাসা, উত্তেজনা, খুশি ভাগ করে নিচ্ছি।'
কে কী বলছেন?
রূপাঞ্জনার অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন জীবনের জন্য। এক ব্যক্তি লেখেন, 'শাঁখা পলা পরে আপনাকে বেশ দেখাচ্ছে।' প্রসঙ্গত এদিন রূপাঞ্জনা শাড়ি এবং কন্ট্রাস্ট ব্লাউজ পরেছিলেন। সঙ্গে হাতে ছিল শাঁখা পলা। তাঁর এই সাজ সকলের নজর কাড়ে এদিন।
বিয়েতে লাল পোশাকে সাজবেন বলেই জানিয়েছেন রূপাঞ্জনা। তবে তাঁর বা রাতুলের সাজ কেমন হয় সেটা সময় এলেই দেখা যাবে।