বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘আরেকটু থাকতে দাও ওকে’, ঐন্দ্রিলার ভুয়ো মৃত্যুসংবাদে কাতর অনুরোধ সব্যসাচীর

‘আরেকটু থাকতে দাও ওকে’, ঐন্দ্রিলার ভুয়ো মৃত্যুসংবাদে কাতর অনুরোধ সব্যসাচীর

ঐন্দ্রিলার ভুয়ো মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর বুধবার রাতে এল সব্যসাচীর পোস্ট। 

বুধবার রাতে হঠাৎই শোনা যায় না ফেরার দেশে চলে গেছে ঐন্দ্রিলা। তার অনেকক্ষণ পর প্রায় মাঝরাতে সব্যসাচীর পোস্ট আসে। দেখুন বিস্তারে।  

বুধবার মাঝরাতে হঠাৎই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। কারণ ছড়িয়ে পড়ে একটা খবর যে ঐন্দ্রিলা শর্মা আর নেই। আর নিমেষে জমতে থাকে ‘RIP’-এর পাহাড়। এমনকী, টলিপাড়ার কিছু তারকাও এই ভুয়ো খবরে ডুব দিয়ে শোকপ্রকাশ করে ফেলেন সোশ্যালে। একটা অংশ অবশ্য বারবার বলছিল ঐন্দ্রিলার শারীরিক অবস্থা আশংকাজনক ঠিকই, তবে বেঁচে আছেন তিনি।

অবশেষে মুখ খোলেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী। প্রথম থেকে তিনিই তো বান্ধবীর ব্যাপারে সব খবর ভাগ করে নিচ্ছেন সগকলের সঙ্গে। কাতর অনুরোধ করেন সকলের কাছে, ‘আরেকটু থাকতে দাও ওকে। এসব লেখার সময় অনেক পাবে।’

টলিপাড়ার আরেক অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পোস্টে ভেসে ওঠে ক্ষোভ। তিনি লেখেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের বেলায় দেখেছিলাম মারা যাওয়ার দু দিন আগে ফেসবুক মেরে ফেলেছিল। ওরা মরে না। আসলে আমরাই মরে গেছি অনেকদিন আগে।’

প্রসঙ্গত, এর আগে দুবার ক্যানসারকে হারিয়ে সুস্থ হয়েছেন ঐন্দ্রিলা। ২০১৫ সালে হয় বোনম্যারো ক্যানসার। পরপর কেমোথেরাপির পর ২০১৬ সালে তিনি সুস্থ হয়ে ওঠেন। এরপর ২০২১ সালে ফের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। ২০২২-এর শুরুরদিকে লম্বা লড়াই সেরে সুস্থতার খবর দেন। এরপর ১ নভেম্বর আচমকা ব্রেন স্ট্রোক। কোমায় চলে যান। রাখা হয় ভেন্টিলেশনে। ধীরে ধীরে আবার সুস্থ হয়ে উঠছিলেন কিন্তু বুধবার সকালে পরপর দুবার হার্ট অ্যাটাক আসে

সব্যসাচীর পোস্টে ক্ষমা চেয়েছেন স্যান্ডি সাহা। কারণ তিনি ভুল করে ভুয়ো খবরে বিশ্বাস করে শোকপ্রাকশ করে ফেলেছিলেন। লেখেন, ‘একান্তভাবে দুখিত। পারলে ক্ষমা করে দিও’। জয়জিৎ লিখলেন, ‘এসব লিখতে যেন কাওকে না হয় ভাই। আমরা ছাইছি ও আ হাসিমুখে ফিরে আসুক আমাদের কাছে।’

এখনও অভিনেত্রীর ভক্তদের বিশ্বাস তিনি ফিরবেনই। তিনি যে সব্যসাচীর ফিনিক্স পাখি। তাঁর সুস্থতা কামনা করছে যে একটা গোটা বিশ্বের মানুষ। মিরাকেল তো হয় মাঝেমাঝে।

 

বন্ধ করুন