উত্তম কুমার ফিরছেন, তবে নশ্বর দেহে নয়। তাঁকে প্ল্যানচেট করে ডেকে আনতে চলেছে তাঁরই এক ভক্ত। এরপর কী কী ঘটে সেটা তো সৃজিত মুখোপাধ্যায়ের অতি উত্তম ছবিতেই দেখা যাবে। তবে আপাতত ভালোবাসার দিনে মুক্তি পেল এই ছবির প্রথম গান। মুক্তি পেল অতি উত্তম ছবির গান সাইয়া বেইমান
ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো এবার একই দিনে পড়েছে। ফলে জমজমাট হয়ে উঠেছে গোটা বিষয়টাই। চারদিকেই যেন প্রেম প্রেম ভাব। আর এই ভালোবাসায় ভরা বিশেষ দিনটিতেই মুক্তি পেল অতি উত্তম ছবির প্রথম গান সাইয়া বেইমান। ভালোবাসার দিনে একটি ভালোবাসার গান উপহার দিলেন এই ছবির নির্মাতারা। এদিন অতি উত্তম ছবিটির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিজেই এই গানটি শেয়ার করেছেন সকলের সঙ্গে।
সাইয়া বেইমান গানটি প্রসঙ্গে
সাইয়া বেইমান গানটির ফিমেল ভার্সন গেয়েছেন মোনালি ঠাকুর। পুরুষ কণ্ঠে গানটি শোনা যাবে পাপনের গলায়। ধ্রুবজ্যোতি চক্রবর্তী গানটির কথা লিখেছেন। আর কম্পোজ করেছেন সপ্তক সানাই দাস। প্রসঙ্গত সপ্তক সানাই দাস এর আগেও সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন। তাঁরা একত্রে এক্স = প্রেম ছবিতে কাজ করেছিলেন। এই গান শেয়ার করে এদিন লেখা হয় 'ভালোবাসার দিনে ভালোবাসার গান।' ভিডিয়োতে ধরা পড়েছে প্রেম, মন খারাপ, অভিমান দূরত্ব, এবং অবশ্যই শহর কলকাতা। দেখা গিয়েছে অনিন্দ্য সেনগুপ্ত এবং রোশনি ভট্টাচার্যকে।
অতি উত্তম প্রসঙ্গে
অতি উত্তম ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। মুখ্য ভূমিকায় থাকবেন এক্স = প্রেমের নায়ক অনিন্দ্য সেনগুপ্ত। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার চেনা মুখ রোশনি ভট্টাচার্য। ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনায় আসছে এই ছবি।