সঞ্জয় লীলা বনশালির হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজারে সোনাক্ষি সিনহার অভিনয় ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। এই সিরিজে দ্বৈত ভূমিকায় ফরিদান ও তাঁর মা রেহানা-র চরিত্রে দেখা গিয়েছে সোনাক্ষিকে। এক সাক্ষাৎকারে সোনাক্ষিকে প্রকাশ করতে দেখা গেল, কীভাবে তাঁর কাজের প্রশংসা করেছেন কিংবদন্তি অভিনেত্রী রেখাও।
সোনাক্ষির প্রশংসায় রেখা:
পিঙ্কভিলার সঙ্গে কথা বলার সময়, সোনাক্ষী বলেন যে, রেখা হীরামন্ডির প্রিমিয়ারের সময় তাঁর কাজের প্রশংসা করেছিলেন। শুধু তাই নয়, নিজেকে তাঁর ‘দ্বিতীয় মা’ বলেও ডাকেন রেখা। অভিনেত্রী বলেন, রেখা জি আমার মাকে বলেছিলেন যে, তিনি আমার দ্বিতীয় মা। যখন আমার মা এবং আমি ওঁর সঙ্গে দেখা করি, তখন তিনি আমার মাকে বলেছিলেন যে, ‘ও তোমার নয়, আমার মেয়ে।’
আরও পড়ুন: কোয়েলের কারণেই প্রথমবার প্রকাশ্য়ে নুরসত আর যশের ছেলে ইশানের মুখ! কার মতো দেখতে হল কিউটের ডিব্বাকে
রেখার কথা শুনে অবাক হয়েছিলেন সোনাক্ষীও। তিনি বলেন, দ্বিতীয় পর্ব দেখার পর রেখা খুশি হয়েছিলেন। সোনাক্ষীর দুটি চরিত্রই রেখা পছন্দ করেছেন, বিশেষ করে রেহানা। সোনাক্ষি বলেন, রেখাজির কাছ থেকে প্রশংসা পাওয়া আমার কাছে অনেক বড় ব্য়াপার। তিনি নিজেই এত বড় একজন অভিনেত্রী। তাঁর কাছ থেকে প্রশংসা শুনতে খুব ভালো লাগে।
আরও পড়ুন: ‘অনেক বিয়ে আছে যেখানে সুখ নেই’, ইন্দ্রনীল-বরখার ডিভোর্সে নাম জড়ায়, কী বলছেন ইশা
নেটফ্লিক্সের 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-তে রবিবার আসতে চলেছেন হীরামান্ডি-র টিম। দেখা যাবে সোনাক্ষি সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারিদের। সেখানে দেখা যায়, কপিল সোনক্ষিকে তাঁর বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন। কপিল মজার ছলেই সোনাক্ষীর দিকে তাকিয়ে বলেন, 'আলিয়া বিয়ে করল... কিয়ারা আডবানিও বিয়ে করল...।' কপিল তাঁর বক্তব্য শেষ করার আগেই সোনাক্ষি বাধা দেন। তিনি বলে ওঠেন, 'তুমি আর কাঁটা ঘায়ে নুনের ছিঁটা দিও না।' তারপর আবার অর্চনার দিকে তাকিয়ে শত্রুঘ্ন কন্যা জবাব দেন, ‘কপিল জানে আমি অভিনয় করতে কতটা মরিয়া’।
আরও পড়ুন: হীরের নেকলস, হাই হিল, সাদা পোশাকে সাজলেন রণবীর! দেখালেন দীপিকার দেওয়া আংটিও
হীরামান্ডি প্রসঙ্গে:
সঞ্জয় লীলা বনসালি পরিচালিত হীরামান্ডি সিরিজটি ১মে নেটফ্লিক্সে মুক্তি পায়। এক সপ্তাহের মধ্য়ে রেকর্ড সংখ্যক দর্শক এটিকে দেখেছে। ৪৩টিরও বেশি দেশে টপ ১০-এ রয়েছে। ভারতে প্রথম সপ্তাহের দর্শক হিসেবে ১ নম্বরে রয়েছে হীরামান্ডি।