বাংলা নিউজ > বায়োস্কোপ > ভাই আরবাজের সঙ্গে রাজস্থানি খাবারে হামলে পড়েছেন সলমন! ফাঁস ডাইনিং টেবিলের ছবি

ভাই আরবাজের সঙ্গে রাজস্থানি খাবারে হামলে পড়েছেন সলমন! ফাঁস ডাইনিং টেবিলের ছবি

সলমন-আরবাজের ছবি

গাল ভর্তি দাঁড়ি, পরিবারের সঙ্গে খাবার খেতে ব্যস্ত দেখা যায় সলমনকে। কে ফাঁস করল সেই ছবি, দেখুন..

পরিবারের সঙ্গে রাজকীয় রাজস্থানি খাবার উপভোগ করছেন সলমন। খান পরিবারের সঙ্গে একই টেবিলে যোগদান করেছিলেন অভিনেত্রী বিনা কাক। বছর ৬৭-এর অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এসেছে সেই ছবি। 

বৃহস্পতিবার প্রবীন অভিনেত্রী বিনা কাক নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সলমন খান এবং তাঁর পরিবারের সঙ্গে লাঞ্চের ছবি শেয়ার করেছেন। ছবিতে সলমন, তার ভাই আরবাজ এবং পরিবারের অন্যান্য সদস্যদের রাজস্থানের জনপ্রিয় খাবার ডাল বাটি চুরমা গপ গপ করে খেতে দেখা যাচ্ছে। গাল ভর্তি দাঁড়ি, খাবার খেতে ব্যস্ত দেখা যায় সলমনকে।

বিনা কাকের ইনস্টাগ্রাম স্টোরি
বিনা কাকের ইনস্টাগ্রাম স্টোরি

সলমন খানের জন্মদিনে অভিনেতার পানভেল ফার্ম হাউসে হাজির হয়েছিলেন বিনা কাক। এরপর অভিনেতার বর্ষবরণ উদযাপনের পার্টিতেও সামিল হতে দেখা গিয়েছিল প্রবীণ অভিনেত্রীকে। খান পরিবারের সঙ্গে অভিনেত্রীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তাঁদের ঘরোয়া পার্টিতেও হাজির থাকতে দেখা যায় বিনাকে।

বর্তমানে ‘বিগ বস ১৫’এর হোস্ট হিসেবে দেখা মিলছে সলমনের। ভগ্নিপতি আয়ুষ শর্মার সঙ্গে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবি মাস খানেক আগেই মুক্তি পেয়েছে অভিনেতার। তাঁর আসন্ন ছবি ‘টাইগান থ্রি’। ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।

 

 

বন্ধ করুন