১২ নভেম্বর মুক্তি পেয়েছে টাইগার ৩। যদিও বক্স অফিসে কাঙ্খিত সাফল্য মেলেনি এই সিনেমার। যার একটা বড় কারণ অবশ্যই বিশ্বকাপ। ৭ দিনে মাত্র ২১৭ কোটির ব্যবসা করেছে সলমন খানের সিনেমা। সম্প্রতি এই সিনেমার জন্য আয়োজিত বিশেষ স্ক্রিনিংয়ে টাইগার ৪-এর ইঙ্গিত দিতে দেখা গেল সলমনকে।
দেখা যায়, সলমনের প্রশংসায় পঞ্চমুখ ইমরান। বলছেন, ‘এত সহজ করে দেন উনি আপনাকে। আমার প্রথম শটই ছিল সলমন খানের সঙ্গে। তাও আবার বেশ লম্বা একটা মোনোলগ। খুব সহজ ছিল ওঁর সঙ্গে কাজ করা। আমি ওঁকে খুব ভালোবাসি। যদিও সেটা দেখে বোঝা যায়নি।’
আর এখানেই সলমন থামিয়ে দেন ইমরানকে। বলেন, ‘এই সিনেমায় হয়নি তো কি হয়েছে, পরের সিনেমায় ঠিক হবে।’
আরও পড়ুন: সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি! ক্ষমা চাইলেন বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশা
আপাতত ভাইজানের ভক্তরা কিন্তু বুঁদ হয়ে রয়েছে টাইগারের উপস্থিতিতে। লিখলেন, ‘এতদিন তো কিছুই করতে হয়নি বিশেষ করে। যেমন আমি তেমন ভাবেই পৌঁছে যাই। যেমন হাসাতে পারো, ততটাই রাখো। যতটা মারপিট করতে পারো তার থেকে একটু বাড়িয়ে দাও। আর যতটা রোম্যান্স করতে পারো, তার থেকে একটু কমিয়ে দাও। যাতে গোটা পরিবার একসঙ্গে বসে দেখতে পারে সিনেমা।’ আরও পড়ুন: অনন্ত আম্বানির মস্করা! শাহরুখের হাতে হঠাৎ ধরালেন জ্যান্ত সাপ, ভিডিয়ো ভাইরাল
অন্য দিকে, ক্যাটরিনা বলেন, ‘আমার আর সলমনের জন্য টাইগার ফ্র্যাঞ্চায়েজি বরাবরই খুব কাছের। ১১ বছর ধরে আমরা এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত। এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায় আর এখন টাইগার ৩। এটা তাই আমাদের দুজনের জীবনের অঙ্গ হয়ে গিয়েছে অনস্ক্রিন আর অফস্ক্রিন দু জায়গাতেই। আশা রাখব আমরা পরেও এই সিনেমা আরও আনতে পারব।’ আরও পড়ুন: ‘এমন দাম শোনাল…’, চাকরি পেয়ে মেয়ে সানা কী উপহার দিলেন সৌরভকে?
টাইগার ৩-এর পরিচালনা করেন মণীশ শর্মা। আর প্রযোজনা যশরাজ ফিল্মসের। ২০১৭ সালের টাইগার জিন্দা হ্যায়-এর সিক্যুয়েল এটি। এবং যশরাজের স্পাই ইউনিভার্সের পঞ্চম সিনেমা।