প্রয়াত বলিউড অভিনেতা অরুণ ভার্মা। সলমন খানের সঙ্গে ‘কিক’, ‘মুঝসে শাদি কারোগে’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। ভোপালের পিপলস হাসপাতালে বৃহস্পতিবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে অরুণ বর্মার মৃত্যুর খবর জানান অভিনেতার ভাইপো অমিত ভার্মা। তিনি বলেন, ‘ভোপালে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অরুণ। মস্তিষ্কে জটিলতা থেকে ক্রমশ তাঁর সারা শরীরের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। কিডনি ফেইলিয়র হয়ে তাঁর মৃত্যু হয়’। ভোপালেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ভোররাত দু’টো নাগাদ অভিনেতার মৃত্যু হয়। মৃত্যুশয্যায় পরিবারের সদস্যরা ছিলেন অভিনেতার পাশে।
আশির দশক থেকে বলিউডে অভিনয় করছেন অরুণ ভার্মা। সানি দেওল অভিনীত ‘ডাকায়েত’ ছিল তাঁর প্রথম সিনেমা। আশিটিরও বেশি হিন্দি সিনেমায় পার্শ্ব-চরিত্রে অভিনয় করেছেন। 'নায়ক', 'প্রেম গ্রন্থ', 'মুঝসে শাদি করোগি', 'হিরোপান্থি'র মতো ছবিতে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। কবি হিসেবে বেশ পরিচিতি ছিল তাঁর।
সম্প্রতি 'টিকু ওয়েডস্ শেরু' কঙ্গনা রানাওত প্রযোজিক ছবির কাজ শেষ করেছিলেন অরুণ ভার্মা। ছবিটি নিজেই পরিচালনা করেছেন কঙ্গনা। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অবনীত কউরও রয়েছেন এই ছবিতে। এই ছবিতেই অভিনয় অরুণের শেষ কাজ। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদন দুনিয়ার অনেকেই।