হার্ট অ্যাটাকের শিকার সলমন খানের ‘বডিগার্ড’ ছবির পরিচালক সিদ্দিক ইসমাইল। সোমবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হন মালায়ালি পরিচালক তথা চিত্রনাট্যকার। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে, সূত্র মারফত খবর- তাঁর পরিস্থি আশঙ্কাজনক।
এই মুহূর্তে কোচির অমৃতা হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক। আগে থেকেই নিউমোনিয়া এবং লিভারের অসুস্থতায় ভুগছিলেন সিদ্দিক, খবর ঘনিষ্ঠ সূত্রের। এই মুহূর্তে আইসিইউ-তে রয়েছেন বর্ষীয়ান পরিচালক। তাঁকে রাখা হয়েছে একমো সাপোর্টে। পুরো কথায় এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেন (Extracorporeal membrane oxygenation)। তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশন লেভেল অত্যন্ত কমে গিয়েছে। সেই কারণেই একমো সাপোর্ট দেওয়া হয়েছে।
তিন দশকেরও বেশি সময় ধরে মালায়ালি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সিদ্দিক। শুধু পরিচালনা বা চিত্রনাট্য লেখার কাজই নয়, অভিনয়ও করেছেন তিনি। মূলত পারিবারিক মশালা এন্টারটেনমেন্ট ছবি তৈরিতে ওস্তাদ তিনি। আশির দশকের একদম শেষে ‘রামাজি রাও স্পিকিং’ ছবি দিয়ে পরিচালনায় হাতে খড়ি তাঁর। এরপর ‘গডফাদার’, ‘কাবুলিওয়ালা’, ‘হিটলার’, ‘ফ্রেন্ডস’, ‘ভিয়েতনাম কলোনি’, ‘বিগ ব্রাদার’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি।
বলিউডে তাঁর প্রথম কাজ ছিল ‘হলচল’। প্রিয়দর্শনের এই ছবির কাহানিকার সিদ্দিক। তাঁর পরিচালিত একমাত্র হিন্দি ছবি সলমন-করিনার ব্লকবাস্টার ফিল্ম ‘বডিগার্ড'। ২০১১ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। অভিনেতা হিসাবে ‘পোভিনু পুথিয়া পুনথেন্নাল’, ‘বর্ষম ১৬’-এর মতো ছবিতে কাজ করেছেন সিদ্দক। আরবাজ খান ও মোহনলাল অভিনীত ‘বিগ ব্রাদার’ (২০২০) ছবির প্রযোজক ছিলেন সিদ্দিক।