বিনোদন দুনিয়ার তারকাদের পুরনো প্রেমের রেশ যেন কেটেও কাটে না! তাঁদের মন থেকে তা বেরোলেও, তা থেকে যায় সাধারণ মানুষের মাথায়-মনে। আর ঘুরেফিরে সে প্রসঙ্গও উঠে আসে বারবার। টলিউডে এরকমই দুটো নাম নাম হল রাহুল বন্দ্য়োপাধ্য়ায় ও সন্দীপ্তা সেন। ছোটপর্দার হিট জুটি ছিলেন দুজনে। বাস্তবেও তাঁদের দেখা যেত একসঙ্গে সময় কাটাতে। এমনকী, রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্ক ভাঙার সময় বারবার উঠে এসেছিল সন্দীপ্তারই নাম।
দুজনেই এখন অবশ্য অনেকটা এগিয়ে গিয়েছেন। ২০২৩ সালে সৌম্য়র সঙ্গে বিয়ে করেছেন সন্দীপ্তা। রাহুলও তাঁর ভাঙা বিয়ে জোড়া লাগিয়ে ফেলেছেন। একসঙ্গেই আছেন রাহুল-প্রিয়াঙ্কা আর তাঁদের সন্তান সহজ। সম্প্রতি নিবেদিতা অনলাইনের কাছে রাহুলকে নিয়ে ফের মুখ খুললেন সন্দীপ্তা।
আরও পড়ুন: সারা মুখে হলুদ মাখা, মাথায় টোপর, বর বেশে আদৃতের প্রথম ছবি এল সামনে
রাহুলকে নিয়ে কী বললেন সন্দীপ্তা?
প্রাক্তন রাহুলের কথা উঠতেই সৌম্যর বউ জবাব দিলেন, ‘আমার আর রাহুলের সম্পর্ক ছিল, আমরা প্রচন্ড ভালো বন্ধু ছিলাম। এটা আমরা সবসময় বলে আসছি। কিন্তু সেটা নিয়ে আমরা কখনো কথা বলিনি। আমার মনে হয় না সেটাকে টেনে আনার দরকার আছে। তবে বলতেই হবে ও খুব ভালো লেখক। ও খুব ভালো অভিনেতা। আমি ওকে খুব সম্মান করি।’
এখানেই শেষ নয়, সন্দীপ্তার কাছে যখন জানতে চাওয়া হয়, তিনি নিজে থেকে সৌম্যকে কখনও বলেছেন কি না রাহুলের কথা, তাতে খানিক বিরক্ত হন তিনি। একটু জোর গলাতেই বলেন, ‘রাহুল আমার প্রেম এটা তো আমরা কখনো বলিইনি…’
আরও পড়ুন: কদিন আগেই স্ট্রোক, ফের হাসপাতালে ডালহৌসিতে ভাতের হোটেল চালানো নন্দিনী! লাইভে এসে দিলেন চরম দুঃসংবাদ
সন্দীপ্তাকে নিয়ে রাহুলের বক্তব্য
কদিন আগে অবশ্য রাহুল স্পষ্ট করে দিয়েছিলেন, তাঁর সঙ্গে বর্তমানে আর আগের মতো হৃদ্যতা নেই সন্দীপ্তার সঙ্গে। বলেছিলেন, ‘না, বিয়ের পর আমার সঙ্গে কথা হয়নি। বিয়ের সময় আমি ছিলাম না। ফোনেও শুভেচ্ছা জানানো হয়নি, এখন আর ওতোটা বন্ধুত্ব নেই…’
আরও পড়ুন: ‘ও তোমার নয়, আমার মেয়ে…’, কে নিজেকে সোনাক্ষির ‘দ্বিতীয় মা’ হিসেবে করল দাবি?
তবে পুরনোকে ভুলে সন্দীপ্তা যে বর্তমানে গুছিয়ে সংসার করছেন সৌম্যর সঙ্গে তা উঠে এল তাঁর কথাতে। দুজনে একসঙ্গে নানা স্বাদের সিনেমা-সিরিজ দেখতে ভালোবাসেন। আর ঘুরতে যাওয়া নিয়ে পাগল দুজনেই। দেশে-বিদেশে ছুটি কাটানো, সেগুলোর প্ল্য়ান করা, সঙ্গে কাজ, এসব নিয়ে বেশ চলছে নতুন বর-কনের সংসার।