রাখি পূর্ণিমা উপলক্ষ্যে যেন চারদিকে সাজো সাজো রব। ইতিমধ্যেই ভাইদের হাতে বোনেরা রাখি বাঁধতে শুরু করেছে। সাধারণ মানুষ থেকে সেলেব কেউই বাদ যাচ্ছেন না। অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেছেন নিজেদের ভাই বা বোনকে নিয়ে। সঞ্জয় দত্তও এদিন তাঁর দুই বোন প্রিয়া এবং অঞ্জুকে নিয়ে একটি বিশেষ পোস্ট লিখলেন।
ইনস্টাগ্রামে সঞ্জয় দত্ত তাঁর দুই বোনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আর সেটারই ক্যাপশনে লিখেছেন একটি মন ভালো করে দেওয়া ক্যাপশন। অভিনেতার এই পোস্ট দেখে মন ভরে গিয়েছে সবার।
কী লিখেছেন সঞ্জয়?
দুই বোন প্রিয়া এবং অঞ্জুর ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, 'আমার আদরের প্রিয়া এবং অঞ্জু, আজ এই রাখি পূর্ণিমা উপলক্ষ্যে তোমাদের আরও একবার মনে করিয়ে দিতে চাই যে আমি তোমাদের দুজনকে ঠিক কতটা ভালোবাসি আর শ্রদ্ধা করি। তোমরা দুজনেই আমার শক্তির উৎস। যাই হয়ে যাক না কেন কথা দিলাম আমি তোমাদের পাশে থাকব। রক্ষা করব। আর আমাদের এই সুন্দর সম্পর্কটাকে লালন করব। আশা করব আমাদের এই সম্পর্ক যেন কোনদিন না ভাঙে। তোমাদের দুজনকেই জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা।'
আরও পড়ুন: রাখির উপহার! ‘গদর ২’-এর দু’টি টিকিট কিনলে দু’টি ফ্রি, কোথায় পাওয়া যাচ্ছে
আরও পড়ুন: ভাই বা বোন ভীষণ ঘুরতে ভালোবাসেন? রাখিতে উপহার হিসেবে দিন এই জিনিসগুলি
ছবিতে দেখা যাচ্ছে মাঝে সাদা পঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন সঞ্জয় দত্ত। তাঁর মাথায় তিলক এবং হাতে রাখি। আর তবে দুই পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছেন তাঁর দুই বোন।
অনেকেই তাঁদের এই পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'ভীষণ সুন্দর। অনেক শুভেচ্ছা স্যার। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।' আরেক ব্যক্তি লেখেন, 'আপনার দুই বোনই ভীষণ ভালো। ভালো থাকবেন।' অনেকেই হৃদয় বা আগুনের ইমোজি পোস্ট করেছেন।