খালি গলায় গান গেয়ে একসময় জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন রানাঘাটের রানু মণ্ডল। রানাঘাটের ৬ নম্বর প্লাটফর্মের রানুকে, সোজা মুম্বই স্টুডিওতে পাড়ি দিতে হয়েছিল। গলা শুনে ডাক পড়েছিল হিমেশ রেশমিয়ার কাছ থেকে। কিন্তু নিজের সাফল্য ধরে রাখতে পারেননি এই গায়িকা। নেটদুনিয়ায় এখন নানা মজার কীর্তি-কলাপ করে ভাইরাল হন রানু মণ্ডল।
সম্প্রতি 'প্ল্যাটফর্ম ৮'-এর একটি শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, ‘গান পয়েন্ট’-এ এসে হাজির হয়েছিলেন গায়ক সপ্তক ভট্টাচার্য এবং প্রান্তিক সুর। আকাশ আটের এই শো-এর সঞ্চালনায় দায়িত্বে রয়েছেন শিলাজিৎ। শো-এ বিভিন্ন সময় বিভিন্ন অতিথি এসে হাজির হন, যারা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। সেখানেই গায়ক সপ্তকের কাছে আবদার রাখা হয়, তাঁকে রানু মণ্ডলের গাওয়া গানটি গাইতে হবে।
আরও পড়ুন: Hollywood Critics Association Awards: এন্ট্রিতেই বাজিমাত, বাকিদের টেক্কা দিল RRR
এক সময় ‘তেরি মেরি’ গেয়ে সফলতার শীর্ষে পৌঁছেছিলেন রানু মণ্ডল। এবার ‘গান পয়েন্ট’-এ এসে রানু মণ্ডলের গলা অনুকরণ করে গাইলেন সপ্তক। আর পুরুষ কণ্ঠ হিসেবে তাঁকে সঙ্গ দিলেন প্রান্তিক। তাঁদের গান শুনে করতালি দিয়ে উঠলেন শিলাজিৎ খোদ।
নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে এই গানের অনুষ্ঠানের ভিডিয়ো। নেটিজেনের মন্তব্য, এ যেন অবিকল রানু মণ্ডলের গলা। সপ্তকের কণ্ঠ এবং গানের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন।