এ যেন লঘু অপরাধে গুরু দণ্ড! হেসে হেসে গান গাওয়ার জন্য শাস্তি পেতে হল এক যুবককে। তাও কিনা ন্যাশনাল টিভিতে। ভাবছেন কী হয়েছে? সারেগামাপাতে বাঙালি প্রতিযোগী রিক বসু এদিন হেসে হেসে গান গান। সেই জন্য তাঁকে শাস্তি দেন বিচারকরা।
কী হয়েছে রিকের সঙ্গে?
এদিন জি টিভির তরফে একটি প্রোমো ভিডিয়ো পোস্ট করা হয়। সারেগামাপার মঞ্চে সেখানে রিক বসুকে আপকা কেয়া হোগা জানাবে আলি গানটি গাইতে দেখা যায়। তাঁর গান এত ভালো লাগে বিচারকদের যে তাঁরা সমস্বরে তারিফ করে ওঠেন তাঁর। বাহবা দেন। কিন্তু এরপরই ঘটে বিপত্তি।
অনু মালিককে বলতে শোনা যায়, 'হেসে হেসে গা কেন গানটা?' সঙ্গ দেন হিমেশ রেশামিয়া। এরপরই তাঁরা রিককে শাস্তি দেওয়ার কথা বলেন।
তখন ভিডিয়োতে দেখা যায় রিককে ধরে বেঁধে একটি চেয়ারে বসানো হয়েছে। আর তাঁর দাড়ি গোঁফ কাঁটা হচ্ছে। যদিও মশকরা করেই বিষয়টা করে হয়েছে। তাঁকে শাস্তি দেওয়ার জন্য নয়।
সারেগামাপা প্রসঙ্গে
সারেগামাপাতে নানা সময় নানা প্রতিযোগীর সঙ্গে এভাবে মশকরা করা হয়ে থাকে। এবারের শোতে বিচারক হিসেবে আছেন অনু মালিক, হিমেশ রেশামিয়া, এবং নেহা কক্কর। বাংলার একাধিক প্রতিযোগীও আছেন এবার।
আরও পড়ুন: 'কপালে যা আছে তাই-ই হবে', কেরিয়ার থেকে জীবন- পরিশ্রমের বদলে সবেতেই ভাগ্যে বিশ্বাসী অপূর্ব?
আরও পড়ুন: অঙ্কিতাকে নিজের সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না ভিকি, মেজাজ হারিয়ে তুলোধনা সলমনের
সারেগামাপার নতুন প্রোমো
আগামী পর্বে কল্যাণজি আনন্দজির আনন্দজি অর্থাৎ আনন্দজি ভিরজি শাহ হাজির থাকবেন বিশেষ অতিথি হিসেবে। এই শো প্রতি শনি এবং রবিবার রাত ৯টা থেকে সম্প্রচারিত হয়।