জি সিনে অ্যাওয়ার্ডস রেড কার্পেট অনুষ্ঠিত হয়ে গেল এই বছরের মতো। আর সেখানেই এদিন এসেছিলেন শাহরুখ খান, ববি দেওল, আয়ুষ্মান খুরানা সহ একাধিক বলিউড তারকারা। এবারের এই অ্যাওয়ার্ড শোতে প্রায় ৯ বছর পর পারফর্ম করবেন শাহরুখ খান।
জি সিনে অ্যাওয়ার্ডের রেড কার্পেটে শাহরুখ খান
শাহরুখ খান এদিন অল ব্ল্যাক লুকে ধরা দিয়েছিলেন জি সিনে অ্যাওয়ার্ডের রেড কার্পেটে। সঙ্গে পরেছিলেন কালো রোদ চশমা, কানে ছিল সিলভার কানের দুল। তিনি এবারের এই পুরস্কারের জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন তাও দুটো ছবির জন্য, একটি হল জওয়ান, আরেকটি হল পাঠান।
আরও পড়ুন: 'গত ২৫ বছরের লড়াই...' ভিকি - অনিল - বিজয়দের পিছনে ফেলে সেরা সহঅভিনেতার সম্মান পেয়ে আবেগে ভাসলেন টোটা
জি সিনে অ্যাওয়ার্ডে এদিন পারফর্ম করবেন শাহরুখ খান। তিনি ছাড়াও এদিন বিশেষ পারফরমেন্স থাকবে আলিয়া ভাট, শাহিদ কাপুর, কৃতি শ্যানন, অনন্যা পাণ্ডে, ববি দেওল, মৌনি রায়, উৎকর্ষ শর্মা প্রমুখ।
আরও পড়ুন: 'ইনফেকশন হলে যেমন কেটে বাদ দিতে হয়...' ছোট্ট ওশই পিঙ্কিকে সাহস জোগায় কাঞ্চনকে ডিভোর্স দিতে!
আর কারা এলেন এদিনের শোতে?
আয়ুষ্মান খুরানা এবারের জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনা করবেন। তিনি এই শোয়ের রেড কার্পেটে ধরা দেন তাঁর ভাই অপরশক্তি খুরানার সঙ্গে। আয়ুষ্মান এদিন সাদা শার্ট, কালো প্যান্ট এবং শিমারি কোট পরেছিলেন। ববি দেওল পরেছিলেন কালো স্যুট এবং ল্যাভেন্ডার রঙের শার্ট।
আরও পড়ুন: রাজ্য রাজনীতির সঙ্গে 'ত্যাগ' ছবির মিল! লকেট বনাম রচনা ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়া ভাসছে মিমের বন্যায়
এছাড়া এদিনের অনুষ্ঠানে আসতে দেখা যায় অঙ্কিতা লোখান্ডে, বরুণ শর্মা, প্রমুখ।