দীর্ঘ প্রতীক্ষা, অবশেষে ঘোষণা করা হয়েছে শাহরুখ-এর প্রথম প্যান ইন্ডিয়া ছবি 'জওয়ান'-এর মুক্তির তারিখ। আর তাই এবার ছবি মুক্তির জন্য দিন গুনছেন শাহরুখ অনুরাগীরা। চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে এই ছবি। যদিও ছবি মুক্তির কথা বলা হলেও এখনও পর্যন্ত টিজার, ট্রেলারের দেখা নেই। তাই উত্তেজনা ধরে রাখতে না পেরে সরাসরি কিং খানকেই প্রশ্ন করে ফেললেন অনুরাগীরা।
শাহরুখ মাঝেমধ্যেই Ask-SRK সেশনে অনুরাগীদের নানান টুইটের উত্তর দেন। সেখানেই এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেছেন, 'জওয়ান' টিজার কবে আসছে? উত্তরে কিং খান জানান, সবকিছু ঠিক আছে, এটা প্রস্তুত। আরও এক অনুরাগী মজা করে প্রশ্ন করেন,'স্যার জওয়ান মুক্তির দিন চোখে পট্টি বেঁধে থিয়েটার যেতে হবে নাকি?' উত্তরে শাহরুখও মজা করে লিখেছেন, ‘নাহি বেটা জওয়ান কে দিন জওয়ানি কে জোশ মে থিয়েটার পে জানা হ্যায়!’
আরও পড়ুন-'স্বভাবটা জেন্টল, দিল সে সেন্টিমেন্টাল, বাট …হি ইজ মেন্টাল’, যশকে বলছেন নুসরত!
কেউ আবার একটু সাহস করে জিগ্গেস করেছেন, ‘স্যার আমার সঙ্গে সিগারেট খেতে যাবেন?’ উত্তরে কিং খান লেখেন, ‘আমার খারাপ অভ্যাস আমি একাই সারি।’
প্রসঙ্গত, এর আগে একাধিক বার ‘জওয়ান’ মুক্তির দিন বদলেছে। প্রথমে শোনা গিয়েছিল ছবিটি মুক্তি পাবে ২ জুন। পরে ঘনিষ্ট সূত্রে জানা যায় ছবির ভিজ্যুয়াল এফেক্টের কাজ শেষ হয়নি। তাই আরও কিছুটা সময় লাগবে। ছবির ভিএফএক্স টিম আছেন দিন রাত এক করে সেই কাজ করে চলেছেন। কিন্তু তবুও প্রত্যাশিত সময়ের থেকে বেশি সময় লাগছে । পরে জানা যায় এটি ২৮ জুন মুক্তি পাবে। তারপর আবার শোনা যাচ্ছিল অগস্টের ১১ বা ২৫ তারিখ মুক্তি পেতে পারে এই জওয়ান। সবশেষে জানানো হয় ৭ সেপ্টেম্বর পর্দায় আসছে এই ছবি।
ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে। এই ছবিতে রয়েছেন বলিউডের সঞ্জয় দত্তও। শোনা যাচ্ছে ছবিতে ‘ট্রেন রোড’ দৃশ্য আছে, সেখানে থাকবেন একাধিক নায়িকা।