বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: '৩৪ বছর কেটে গিয়েছে, মনে হচ্ছে...' প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে গৌরীকে কী উপহার দিয়েছিলেন শাহরুখ?

Shah Rukh Khan: '৩৪ বছর কেটে গিয়েছে, মনে হচ্ছে...' প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে গৌরীকে কী উপহার দিয়েছিলেন শাহরুখ?

প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে গৌরীকে কী উপহার দিয়েছিলেন শাহরুখ?

Shah Rukh Khan: ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহরুখ খান এবং গৌরী খান। তার আগে একটা লম্বা সময় তাঁরা চুটিয়ে প্রেম করেছেন। কিন্তু জানেন কি তাঁদের প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিকাকে কী দিয়েছিলেন কিং খান?

সামনেই ভ্যালেন্টাইন্স ডে। আর প্রেমের দিবস মানেই ভরপুর রোম্যান্স। আর এই রোম্যান্স শব্দটা বললেই যাঁর কথা মনে পড়ে সবার আগে তিনি হলেন এক এবং অদ্বিতীয়ম শাহরুখ খান। বলিউড তো বটেই গোটা বিশ্বের অন্যতম হিট জুটি হলেন কিং খান এবং গৌরী খান। তাঁদের সম্পর্ক, তাঁদের কথা বহু সময় বহু মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে। দেখতে দেখতে তাঁদের বিয়ের তিন পর দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু জানেন কি এ হেন পাওয়ার কাপল তাঁদের প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে একে অন্যকে কী দিয়েছিলেন?

ভ্যালেন্টাইন্স ডেতে গৌরীকে কী দিয়েছিলেন শাহরুখ?

১৯৯১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহরুখ খান এবং গৌরী খান। তার আগে তাঁরা দীর্ঘ সময় চুটিয়ে প্রেম করেছেন। কিন্তু এত বছর পরে শাহরুখ অবশেষে প্রকাশ্যে এনেছিলেন তিনি তাঁদের প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে গৌরীকে কী দিয়েছিলেন।

আরও পড়ুন: চুপিচুপি প্রেম করছেন বিক্রম? ভ্যালেন্টাইন্স ডের আগেই কী জানালেন পারিয়াদের মসিহা?

আরও পড়ুন: মিঠুনকে দেখতে হাসপাতালে দেব, কাবুলিওয়ালার স্বাস্থ্য নিয়ে বললেন, 'চিন্তার কিছু নেই, উনি....'

২০২৩ সালে একটি আস্ক এসআরকে সেশনে শাহরুখ খান জানিয়েছিলেন যে তিনি গৌরীকে কী দিয়েছিলেন সেই বিশেষ দিনে। এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে কিং খানের এক ভক্ত তাঁর উদ্দেশ্যে প্রশ্ন করে লেখেন 'গৌরী ম্যামকে আপনাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে কোন উপহার দিয়েছিলেন?' উত্তরে শাহরুখ খান বলেন, 'আমি যদি সঠিক ভাবে মনে রাখতে পারি, তাহলে এখন সেই সময়ের পর ৩৪ বছর কেটে গিয়েছে। ওকে আমি এক জোড়া গোলাপি রঙের প্লাস্টিকের কানের দুল দিয়েছিলাম বলে মনে হচ্ছে।'

২০২০ সালে শাহরুখ খান একবার গৌরীর সঙ্গে ছবি দিয়ে লিখেছিলেন '৩৬ বছর হয়ে গেল। এখন তো বোধহয় ভ্যালেন্টাইন্স ডেও তোমাকে জিজ্ঞেস করে আসে। সমস্ত বাধা নিষেধের উর্ধ্বে গিয়েও তোমার জন্য জানাই ভালোবাসা।'

আরও পড়ুন: 'ওটা বড় আফসোস...' ইন্ডিয়ান আইডলে ভুল স্বীকার শানুর, জানালেন কেন রহমান তাঁকে দিয়ে কখনও গান গাওয়াননি

শাহরুখ এবং গৌরীর বিষয়ে

১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ এবং গৌরী খান। তাঁদের বর্তমানে তিনটি সন্তান আছে, সুহানা খান, আরিয়ান খান এবং আব্রাম। এঁদের মধ্যে সুহানা ইতিমধ্যেই বলিউডে ডেবিউ সেরে ফেলেছেন। অন্যদিকে আরিয়ান তাঁর প্রথম পরিচালিত সিরিজ নিয়ে আসছেন।

আরও পড়ুন: ফুটবলের টানে কাতারে! এশিয়ান কাপ ফাইনাল দেখতে মাঠে হাজির খোদ শাহরুখ, করলেন কাকে সমর্থন?

শাহরুখের ছবি

শাহরুখ খানকে শেষবার ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল। বক্স অফিসে মোটের উপর ভালোই সাড়া পেয়েছে এই ছবি। তবে গত বছর মুক্তি পাওয়া তাঁর অন্য দুই ছবি অর্থাৎ পাঠান এবং জওয়ান বক্স অফিসে ঝড় তুলেছিল পুরো। সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিল। ফলে ২০২৩ সালটা যে তাঁর দুর্দান্ত কেটেছে সেটা বলাই যায়। তবে এখনও তিনি তাঁর এই বছরের প্রজেক্টের কথা জানাননি।

বায়োস্কোপ খবর

Latest News

‘কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত’, বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তর ‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে IPL রিটেনশন নিয়ে সাসপেন্স আরও বাড়তে চলেছে, দাবি নয়া রিপোর্টে ‘‌এটা খুব খারাপ লেগেছে’‌, মুখ্যমন্ত্রীর মন্তব্যে দুঃখিত নির্যাতিতার বাবা–মা মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র মোহনবাগানের, দায় স্বীকার কোচ মোলিনার বাবা নেই, চোখে জল নিয়ে স্মরণসভায় মালাইকা, পাশে প্রাক্তন স্বামী আরবাজ, নেই অর্জুন চোখ মেলানোর সাহস ছিল না! ধোনির ড্রেসিংরুমের কীর্তি ফাঁস একদা সতীর্থের বাবর আজমকে সেঞ্চুরি করতে দিলেন না শাহিন আফ্রিদি! ৭৯ বলে ৭৬ রান করে ফিরলেন সাজঘরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.