সদ্যই মুক্তি পেয়েছে পারিয়া। এখনও জোরকদমে চলছে এই ছবির প্রচার। তার মধ্যেই তথাগত মুখোপাধ্যায়ের এই ছবি সহ নিজের বিষয়ে একাধিক অজানা তথ্য ভাগ করে নিলেন বিক্রম চট্টোপাধ্যায়। জানালেন তিনি সিঙ্গল নাকি মিঙ্গল, পারিয়া ছবির সিক্যুয়েলের বিষয়ে।
পারিয়া ছবির সিক্যুয়েল নিয়ে কী বললেন বিক্রম?
সদ্যই ফিভার এফএমে এসেছিলেন অভিনেতা। সেখানেই একটি সাক্ষাৎকারে তাঁকে পারিয়া ছবির বিষয়ে জিজ্ঞেস করা হয়। সকলেই জানেন এই ছবির জন্য বিক্রমকে দুর্দান্ত ভাবে শরীর চর্চা করতে হয়েছিল। একটা তুমুল পরিবর্তন আনতে হয়েছিল চেহারায়। মেনে চলেছিলেন শক্ত ডায়েট। খাদ্য তালিকা থেকে বাদ পড়েছিল অনেক কিছুই। এখনও কি সেই ডায়েট মেনে চলছেন তিনি? এই বিষয়ে বিক্রম জানান, 'আমার এখন কোনও ডায়েট নেই। যবে থেকে পারিয়ার শুট শেষ হয়েছে আমি সব খাচ্ছি। যা পারছি খাচ্ছি। আগে আমরা অ্যাবস ছিল, এখন সেটা ফ্ল্যাবস হয়ে গিয়েছে।'
আরও পড়ুন: 'আমি একজন মেয়ে হয়ে...' বিবাহিত সত্যজিৎকে ভালোবেসেছিলেন মাধবী! তবুও কেন দূরে গিয়েছিলেন 'চারুলতা'?
আরও পড়ুন: আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্য শাহরুখের থেকে ২৫ কোটি চাওয়ার অভিযোগ সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে, তদন্তে ইডি
এরপরই অভিনেতা এই ছবির সিক্যুয়েলের বিষয়ে আভাস দিয়ে বলেন, 'আবার ডায়েট শুরু করব যখন পারিয়ার সিক্যুয়েলের শুট শুরু হবে। এটা কিন্তু শেষ নয়। মনে রাখবেন। এটা চ্যাপ্টার ওয়ান। আরও এমন অনেক চ্যাপ্টার আসবে পারিয়ার।'
দেব, জিৎকে সরিয়ে দেবেন বিক্রম?
এরপরই বিক্রমকে জিজ্ঞেস করা হয় এখন তিনি টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ছোট পর্দা দিয়ে সফর শুরু হলেও বড় পর্দায় এখন তিনি ম্যাজিক করছেন। শহরের উষ্ণতম দিনে ছবিটি হিট করেছিল তাঁর গত বছর। এবার কি তবে দেব, জিৎকে সরিয়ে তিনি তাঁদের জায়গা নেবেন? এটা শুনেই হেসে ফেললেন বিক্রম। উত্তরে বলেন, 'খুবই বাজে জোক। উত্তর দিতে চাই না। ওঁরা আমার অনুপ্রেরণা, এতদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে এসেছেন ওঁরা। আমি ওঁদের থেকে শিখি, ভাবি আমরাও যেন এমনটা পারি।'
প্রেম করছেন বিক্রম?
এদিন বিক্রম তাঁর লাভ লাইফ নিয়েও কথা বলেন। প্রেমের কথা উঠতেই, তিনি সিঙ্গল না মিঙ্গল জানতে চাওয়া হলেই হাসতে থাকেন। বলেন, 'বলব না।' তারপর জিজ্ঞেস করেন, 'কার কার কথা জিজ্ঞেস করছেন?'
পারিয়া প্রসঙ্গে
পারিয়া ছবিটি ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। তথাগত মুখোপাধ্যায় ছবিটির পরিচালনা করেছেন। মুখ্য ভূমিকায় অভিনয়ে আছেন বিক্রম চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, শ্রীলেখা মিত্র, সৌম্য মুখোপাধ্যায় প্রমুখ। প্রসঙ্গত পারিয়া শব্দটির অর্থ পথ কুকুর। এখানে তাঁদের নিয়ে লড়াইয়ের গল্প দেখানো হয়েছে।