বাংলা নিউজ > বায়োস্কোপ > Pathaan: পাঠানের বিজয়রথ চালু! শাহরুখ জ্বরে কাঁপছে জার্মানি, শুরু হয়ে গিয়েছে অগ্রিম বুকিং

Pathaan: পাঠানের বিজয়রথ চালু! শাহরুখ জ্বরে কাঁপছে জার্মানি, শুরু হয়ে গিয়েছে অগ্রিম বুকিং

শুরু হয়ে গেল জার্মানিতে পাঠানের প্রি বুকিং। 

পাঠান নিয়ে যতই বয়কটের ডাক উঠুক, ছবি নিয়ে এক আলাদাই উন্মাদনা শাহরুখ-ভক্তদের মধ্যে। চার বছর পর বাদশা ফিরছেন বলে কথা। জার্মানিতে শুরু হয়ে গেল ছবির আগাম বুকিং। 

এখনও পাঠান মুক্তি পেতে বাকি তিন সপ্তাহের বেশি। ইতিমধ্যেই সিনেমা নিয়ে যেন ঝড় উঠেছে সব জায়গায়। বিতর্কের নানা সুর চারিদিকে। তবে সিদ্ধার্থ আনন্দের সেই সিনেমা কিন্তু এখন থেকেই জার্মানিতে প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। আর যেহেতু চার বছরের লম্বা বিরতির পর পর্দায় ফিরছেন শাহরুখ, তাই সিনেমা নিয়ে হাইপ আরও বেশি।

বলিউড হাঙ্গামার এক রিপোর্ট অনুসারে, জার্মানিতে এই সিনেমার অ্যাডভান্সড বুকিং বুঝিয়ে দিচ্ছে ছবির হিট হওয়া কেউ আটকাতে পারবে না। ‘পাঠানের অগ্রিম বুকিং গতকাল, ২৮ ডিসেম্বর, জার্মানিতে শুরু হয়েছে৷ যদিও মুক্তির প্রায় এক মাস বাকি, তবে শোগুলি অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যাবে। শিল্প ও বাণিজ্য জগতে উল্লাসের ঢেউ উঠেছে এটি দেখে যে পাঠান একটি হট পণ্য এবং ভারত-সহ অন্যান্য দেশেও এর অনুরূপ প্রতিক্রিয়াই হবে।’

বার্লিন, এসেন, ড্যামটর, হারবার্গ, হ্যানোভার, মিউনিখ এবং অফেনবাচের ৭টি সিনেমাহলে বিশাল জনসমাগম হবে বলেই আশা করা যাচ্ছে। এখন জার্মানির মানুষের উৎসাহ দেখে অন্যান্য দেশেও টিকিট বিক্রি খুলে দিলে আশ্চর্যকর কিছু হবে না। শুধু ভারত নয়, আসলে গোটা বিশ্বই এখন পাঠান ম্যানিয়ার জন্য অপেক্ষা করে আছে। আর সপ্তাহ দুইয়ের মধ্যে ভারতেও হয়তো শুরু হয়ে যেতে পারে অ্যাডভান্সড বুকিং।

যশ রাজ ফিল্মসের ব্যানারে আসছে এই ছবি। এমনিতেই চলতি বছরে বলিউডের কপাল ছিল মন্দ। হাতে গোনা কয়েকটি ছবি হিট করেছে। বেশিরভাগই ফ্লপ। সেক্ষেত্রে শাহরুখের হাত ধরে ঘুরে বসার স্বপ্ন দেখছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। খবর বলছে, ছবির বাজেট ২৫০ কোটি। এই সিনেমায় মুখ দেখানোর কথা আছে সলমন খানেরও। এছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

পাঠান সিনেমার ‘বেশরম রং’ গানখানা নিয়ে আসলে এখন যত সমস্যা। এই গানে গেরুয়া বিকিনি পরে আছেন দীপিকা, আর তা থেকেই উঠছে ছবি বয়কটের ডাক। কারণ একাংশের ধারণা, হিন্দুকে অপমান করছেন দীপিকা তাঁদের পবিত্র গেরুয়া রঙের বিকিনি পরে। সঙ্গে গানের নাম বেশরম রং রাখাটাও ঠিক হয়নি। বরং ইচ্ছেকৃতভাবেই অপমান করা হয়েছে। ব্যস, সঙ্গে সঙ্গে শুরু হয়েছে পাঠান বয়কট করার ডাক। এমনকী, ফিল্ম সার্টিফিকেশন বোর্ড অফ ইন্ডিয়ার তরফেও সিনেমা ও গানে কিছু কাটের নির্দেশ এসেছে।

 

বন্ধ করুন