মাতৃহারা মিঠুন চক্রবর্তী। এর আগে কোভিডের সময়ে বাবাকে হারিয়েছিলেন। এবার মাকেও হারালেন মিঠুন। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শান্তিরানি চক্রবর্তী। অভিনেতার পরিবারের তরফেই এই খবর জানানো হয়েছে। বর্তমানে মুম্বইতে ছেলে মিঠুনের কাছেই থাকতেন তাঁর মা।
একসময় কলকাতার জোড়াবাগান এলাকায় বাবা-মা ও ৪ ভাইবোনের সঙ্গেই থাকতেন মিঠুন চক্রবর্তী। প্রতিষ্ঠিত হওয়া, ও নাম যশ খ্যাতির আগে মিঠুন চক্রবর্তীর কষ্টের দিনগুলির কথা সকলেরই জানা। প্রতিষ্ঠিত হওয়ার পর মিঠুন যখন মুম্বইতে থাকতে শুরু করলেন, তখন মাকেও নিজের কাছে নিয়ে যান তিনি। তারপর থেকে মায়ানগরীতেই থাকতেন শান্তিরানি চক্রবর্তী।
শান্তিরানি চক্রবর্তীর মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করে নিয়ে মিঠুনের ছেলে নমশি চক্রবর্তী আনন্দবাজারকে জানান, খবরটা সত্যি, তাঁর ঠাকুমা আর নেই। মিঠুন চক্রবর্তীর মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন রাজনীতিবিদ কুণাল ঘোষ। তাঁদের রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাজনৈতিক তিক্ততা ভুূলে অভিনেতার কঠিন সময়ে সমবেদনা জানিয়েছেন কুণাল।
বেশকিছুদিন আগে 'ডান্স বাংলা ডান্স'-এর সেটে প্রয়াত বাবার স্মৃতিচারণা করতে দেখা গিয়েছিলেন মিঠুন চক্রবর্তীকে। কোভিডের সময়, ২০২০- ২১ এপ্রিল কিডনি ফেলিওরের কারণে ৯৫ বছর বয়সে মৃত্যু হয়েছিল মিঠুন বাবা বসন্তকুমার চক্রবর্তীর। এবার মাকেও হারালেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা।