বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: বাড়ির সামনে অগণিত দর্শকদের ভিড়, কেমন লাগল আব্রামের? কী বললেন শাহরুখ

Shah Rukh Khan: বাড়ির সামনে অগণিত দর্শকদের ভিড়, কেমন লাগল আব্রামের? কী বললেন শাহরুখ

শাহরুখ-আব্রাম

Shah Rukh Khan: শাহরুখ খান এবার জানালেন তাঁর জন্মদিনের দিন মন্নতের সামনে অত লোক দেখে তাঁর কনিষ্ঠ পুত্র আব্রাম কী বলেছে। তার পত্রিক্রিয়া কী?

শাহরুখ খান ৫ নভেম্বর, অর্থাৎ শনিবার টুইটারে একটি ইভেন্ট করেছিলেন, সেখানে তিনি একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন। এই ইভেন্টে নাম দিয়েছিলেন আস্ক এসআরকে। এই ইভেন্টে শাহরুখ খানকে তাঁর ভক্তরা মূলত তাঁর আগামী ছবি পাঠান নিয়ে একাধিক প্রশ্ন করেছিল। এছাড়া জওয়ান ছবি নিয়েও বেশ কয়েকটি প্রশ্ন ছিল। সঙ্গে ছিল তাঁর জন্মদিনের বিষয়ে নানান কথা।

এই ইভেন্টটি বলিউডের বাদশাহ দুপুরে পোস্ট করেন। তারপরই একাধিক প্রশ্নের ভেসে যায় এই পোস্ট। তাঁর ভক্তরা একাধিক প্রশ্ন রাখেন তাঁর সামনে।

আর এই ইভেন্টে শাহরুখ খানের এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করেন যে তাঁর কনিষ্ঠ পুত্র আব্রাম যখন তাঁদের বাড়ির সামনে অত হাজার হাজার মানুষের ভিড় দেখেছিল তাঁর বাবার জন্মদিনে তখন তাঁর প্রতিক্রিয়া কী ছিল? কী বলেছে সে? এই প্রশ্নের উত্তরে শাহরুখ জানান যে, 'আব্রাম ভীষণই ভালো, সে বাড়ির সামনে এত মানুষকে দেখে ভীষণ খুশি হয়েছিল। তার বাবাকে এত মানুষ শুভেচ্ছা জানাতে এসেছে দেখে সে ভীষণই আপ্লুত।'

গত বুধবার, ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন ছিল। সেদিন তাঁর বাড়ির সামনে হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন তাঁকে দেখার জন্য। মন্নতের সামনের রাস্তায় ভিড় উপছে পড়েছিল এদিন। শাহরুখ খান প্রতিবারের মতো সেদিন তাঁর বাড়ির উঁচু প্ল্যাটফর্মে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন। হাত নাড়েন। সঙ্গে ছিল তাঁর নয় বছরের পুত্র আব্রাম। সেও ভক্তদের উদ্দেশ্যে বাবার সঙ্গে হাত নাড়িয়ে ছিল।

শাহরুখ খান জানিয়েছেন যে তিনি ইদানিংকালে তাঁর এই কনিষ্ঠ পুত্রটির থেকে একাধিক জিনিস শিখছেন। এই ইভেন্টে শাহরুখের উদ্দেশ্যে তাঁর ভক্ত প্রশ্ন রেখেছিল যে তিনি আজকাল প্লেস্টেশনে কেন খেলছেন? এই বিষয়ে কিং খান বলেন, 'আমার বাড়ির ছোট সদস্যের থেকে শিখছি।'

শাহরুখ এবং গৌরী খানের আরও দুই সন্তান। তাঁদের বড় সন্তানের নাম আরিয়ান খান, তাঁর বয়স ২৫ বছর, মেয়ের নাম সুহানা। সুহানার বয়স ২২ বছর। দ্যা আর্চিজ নামক একটি ছবির মাধ্যমে সুহানার অভিষেক হতে চলেছে বলিউডে। এই ছবিটি আগামী বছর মুক্তি পেতে চলেছে। অন্যদিকে আগামী বছর শাহরুখ খানের তিনটি ছবি মুক্তি পেতে চলেছে, পাঠান, জওয়ান এবং ডানকি।

বন্ধ করুন