তিনি বলিউডের বেতাজ 'বাদশা'। তিনিই কিং। আর সেকথা আরও একবার চলতি বছরে প্রমাণ করে দিয়েছেন শাহরুখ খান। কে বলবে এই শাহরুখ নাকি ৫৮তে পা দিতে চলেছেন! হ্য়াঁ, আগামী ২ নভেম্বর ৫৮তে পা দেবেন শাহরুখ। আর কিং খানের জন্মদিনে এবার হতে চলেছে জমকালো পার্টি।
হ্যাঁ, ঠিকই শুনছেন। আর হবে নাই বা কেন। চলতি বছরে 'পাঠান', 'জওয়ান'-এর হাত ধরে সাফল্যের শীর্ষে রয়েছেন শাহরুখ। আর সেই সাফল্যের উদযাপন আরও একবার ঘটা করে হবে বৈকি। ২০২৩ সালটাই তো ছিল শাহরুখের। জানা যাচ্ছে, ৫৮র জন্মদিনের পার্টিতে যাতে গোটা বলিউড উপস্থিত থাকতে পারে, সেকথা মাথায় রেখেই আয়োজন করতে চলেছেন শাহরুখ। আর তাই মন্নত নয়, এবার কিং খানের জন্মদিনের পার্টি হচ্ছে মুম্বইয়ের NMACC (নীতা ও মুকেশ আম্বানি কালচারাল সেন্টার) তে।
মনে করা হচ্ছে, এবার দেশের অন্যতম বড় তারকার জন্মদিন একপ্রকার উৎসবে পরিণত হতে চলেছে। কে কে আমন্ত্রিত থাকবেন শাহরুখের জন্মদিনে? এ প্রশ্ন না করে বলা ভালো, কে থাকবেন না? জানা যাচ্ছে, করণ জোহর,দীপিকা পাড়ুকোন, অ্যাটলি, নয়নতারা, সলমন খান, সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি, আলিয়া ভাট সহ বলিউডের প্রায় কমবেশি সকলেই থাকবেন। জানা যাচ্ছে, শাহরুখের ম্যানেজার পূজা দাদলানির উপরই এই পার্টির তদারকি দায়িত্ব রয়েছে। তবে পার্টিতে যাতে কেউ কোনও উপহার না আনেন, সেবিষয়ে কড়া নির্দেশিকা থাকবে।
আরও পড়ুন-ব্য়ক্তিগত জীবনে ঘোর সমস্যা! ‘আপাতত বিদায়…’ জানিয়ে চমকে দিলেন মানসী
এদিকে শাহরুখের জন্মদিন ৪ দিন ধরে পালন করতে চলেছে শাহরুখের সবথেকে বড় ফ্যান ক্লাব SRK ইউনিভার্স। এই দিনটি যাতে উৎসবে পরিণত করা যায়, সেই তোড়জোড়ই শুরু করেছে তারা। জানা যাচ্ছেস SRK ইউনিভার্সের তরফে এক উপজাতীর গ্রামীণ স্কুলের বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে। ৩০ অক্টোবর, এই ফ্যান ক্লাবের তরফে খাদ্য বিতরণ অভিযান পরিচালনা করা হয়।
ফ্যান ক্লাবটি ১ নভেম্বর মারাঠা মন্দিরে DDLJ দেখানোর আয়োজন করেছে। এবং বিকেলে বস্তিতে এবং সুবিধাবঞ্চিত পরিবারের জন্য রেশন বিতরণ করবে। এই ধরনের অন্যান্য জনহিতকর কর্মকাণ্ডের পরিকল্পনা করেছে শাহরুখের ফ্যান ক্লাব। এছাড়াও ২ নভেম্বরের সকালে একটা বিশাল পার্টির পরিকল্পনা করেছে তারা। ১ এবং ২ নভেম্বর বান্দ্রায় শাহরুখের মন্নতের বাড়ির বাইরে জড়ো হওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁদের।
এদিকে শাহরুখের জন্মদিনেই প্রকাশ্যে আসবে 'ডাঙ্কি'র টিজার।